নেই পাবলিক টয়লেট, বেশি বিপাকে পড়ে নারীরা

  • সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

শ্রীপুর উপজেলা পরিষদ।

শ্রীপুর উপজেলা পরিষদ।

মাগুরার শ্রীপুর থেকে: মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের মধ্যে ও শ্রীপুর বাজারে নেই কোনো পাবলিক টয়লেট। উপজেলা পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটি স্থানে পাবলিক টয়লেট না থাকায় চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। বিশেষ করে নারীরা।

তবে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিয়ে কাজ চলছে। খুব দ্রুতই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ আগস্ট) সরেজমিনে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, একটি বাউন্ডারির মধ্যেই শ্রীপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে। এর মধ্যে অন্যতম হলো উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, শিক্ষা, হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়। এ সকল কার্যালয়ে প্রয়োজনে প্রতিদিন উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে কয়েকশ মানুষ আসে।

কিন্তু উপজেলা পরিষদের মধ্যে কোনো পাবলিক টয়লেট না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবাগ্রহীতাদের। টয়লেট ব্যবহারের প্রয়োজন হলে তাদেরকে ধরনা ধরতে হয় বিভিন্ন সরকারি কর্মকর্তাদের কাছে। কর্মকর্তাদের টয়লেট ব্যবহারের জন্য তাদের অনুরোধ করতে হয়। এক্ষেত্রে বেশি বিপাকে পড়ে নারীরা। অনেকে মুখ ফুটে তার সমস্যার কথা বলতেও পারে না।

বিজ্ঞাপন
শ্রীপুর বাজার এলাকা।

অন্যদিকে শ্রীপুর সদরে অবস্থিত বাজারেও নেই কোনো পাবলিক টয়লেট। এখানেও প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত রয়েছে। পাবলিক টয়লেট না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছে অনেকেই। এখানকার প্রশাসন ও জনপ্রতিনিধিদের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

শ্রীপুর থেকে মাগুরাগামী নারী যাত্রী উম্মে সালমা কুমকুম বলেন,‘আমি মাগুরা যাওয়ার জন্য এখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি। হঠাৎ আমার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু অনেক খুঁজেও কোনো পাবলিক টয়লেট পেলাম না। এটা খুবই দুঃখজনক।’

শ্রীপুর বাজারের ব্যবসায়ীরা বলেন, ‘আমরা পাশের মসজিদের টয়লেট ব্যবহার করি। এখানে একটা পাবলিক টয়লেট থাকা খুবই জরুরি।’

শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান বলেন, ‘বাজারের মধ্যে পাবলিক টয়লেট স্থাপন করা খুবই জরুরি। পাবলিক টয়লেটের জন্য আমাদের অর্থ বরাদ্দ রয়েছে। কিন্তু জায়গার অভাবে তৈরি করতে পারছি না।’

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন কবির বার্তা২৪.কমকে জানান, উপজেলা পরিষদ চত্বরের মধ্যে কোনো পাবলিক টয়লেট নেই এ তথ্য সত্য। তবে পরিষদের বাইরে একটি পাবলিক টয়লেট রয়েছে। এছাড়া শিল্পকলার পাশে নারীদের জন্য নামাজের কক্ষসহ ওয়াশরুম তৈরি করার কাজ চলছে। খুব দ্রুতই এটি চালু করা হবে।’