মীমাংসার কথা বলে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মীমাংসার কথা বলে রুবেল নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার মোগরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় বাড়ির মালিক নিপা আক্তার ও সাবেক স্বামী রুবেলের বাবাকে আটক করেছে পুলিশ।
নিহত আঁখি আক্তার (২৬) বন্দর উপজেলার ভাদুরী এলাকার নজরুল ইসলামের মেয়ে। ৩ মাস পূর্বে পারিবারিক কলহের জেরে আঁখি ও রুবেলের বিচ্ছেদ ঘটে।
হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমসহ সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। আঁখির মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
রুবেলের পূর্ব পরিচিত ও ঘটনাস্থলের বাড়িওয়ালা নিপা আক্তার বলেন, পূর্ব পরিচিত হওয়ায় মঙ্গলবার দুপুরে রুবেল আমার বাড়িতে আঁখিকে নিয়ে আসে মীমাংসার জন্য। সেজন্য তাদের আমার ঘরে বসতে দেই। তাদের কথা বলার সুযোগ দেওয়ার জন্য্য আমি বাড়ির ছাদে যাই। ছাদ থেকে ফিরে রুমের প্রবেশ করার সময় আমি কিছু বোঝার আগেই রুবেল আমাকে ধাক্কা দিয়ে বের হয়ে পালিয়ে যায়। পরে রুমে গিয়ে দেখি আঁখির গলাকাটা মরদেহ পড়ে আছে। পরে রুবেলের বাবাকে বিষয়টি অবগত করে পুলিশকে খবর দেই।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা ২ জনকে আটক করেছি। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।