স্বাস্থ্য সহকারীদের ইচ্ছেমতো চলছে কমিউনিটি ক্লিনিকগুলো



সাবিত আল হাসান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ
বিকেল সাড়ে ৩টা পর্যন্ত  ক্লিনিক খোলা থাকার কথা থাকলেও সেটি বন্ধ পাওয়া যায়।

বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ক্লিনিক খোলা থাকার কথা থাকলেও সেটি বন্ধ পাওয়া যায়।

  • Font increase
  • Font Decrease

মকবুল আলম (৫৮) একজন কৃষক। তিনি বসবাস করেন চারদিকে নদী বেষ্টিত একটি চরে। তবে তিনি একা নন, এখানে প্রায় দেড় লাখ মানুষের বসবাস। এদের অধিকাংশেরই পেশা কৃষি ও জেলে। বিপুল এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা বরাবরই রয়ে গেছে উপেক্ষিত। সরকার থেকে এই সমস্যা উত্তরণে একাধিক পদক্ষেপ গ্রহণ ও স্থানীয়দের সহযোগিতা নেয়ার পরেও কাঙ্ক্ষিত সমাধান পাননি এই জনপদের বাসিন্দারা। মূলত স্বাস্থ্য সহকারীদের ইচ্ছেমতো চলছে কমিউনিটি ক্লিনিকগুলো।

নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিমে অবস্থিত এই চরে রয়েছে ২টি ইউনিয়ন বক্তাবলী ও আলীরটেক। এর সঙ্গে যুক্ত রয়েছে মুন্সিগঞ্জ জেলার বালুচর ইউনিয়ন। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা শহরের কাছাকাছি এলাকা হওয়া সত্ত্বেও বরাবরই স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তোলেন স্থানীয়রা।

বিশেষ করে বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক, পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র, হাসপাতাল ইত্যাদি স্থাপন করা হলেও তার কোনটিতেই পর্যাপ্ত সেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ সেবাগ্রহীতাদের। অথচ এসব স্বাস্থ্য সেবা পেতে স্থানীয় বাসিন্দারাই তাদের জায়গা জমি দান করে এসেছেন অকাতরে।

মকবুল আলম বলেন, ‘আমাগো যেই আয় রোজগার তাতে শহরে গিয়া ডাক্তার দেখাইয়া পোষায় না। ক্লিনিক থেকে ৫-১০ টাকার ওষুধ দিয়াই আমাগো চিকিৎসা চলে। বেশি কষ্ট অইলে ধার দেনা কইরা ডাক্তার দেখাইতে হয়। কিন্তু এই ক্লিনিকেও ঠিকমতো ওষুধ দেয় না। মন চাইলে ডাক্তার (ডিপ্লোমা ডিগ্রিধারী) আহে, মন চাইলে আহে না। এমনেই চলে আমাগো অসুখ বিসুখের চিকিৎসা।’

জানা যায়, দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার সারাদেশে কমিউনিটি ক্লিনিক চালু করে। প্রতিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন অন্তত ছয় হাজার মানুষ। ক্লিনিকে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কর্মসূচি, পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করার কথা ছিল। কিন্তু অদক্ষ জনবলের হাতে দায়িত্ব অর্পণ ও নিয়মিত তদারকির অভাবে এর মূল উদ্দেশ্য সফল হচ্ছে না।

সরেজমিনে নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নের কয়েকটি কমিউনিটি ক্লিনিকে গিয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। অধিকাংশ ক্লিনিকগুলো দুপুর ১২টার আগেই বন্ধ হয়ে যায়। অথচ এসব ক্লিনিক সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকার কথা রয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সরেজমিনে গিয়ে বক্তাবলীর ৩ নং ওয়ার্ডের লালমিয়ার চরে অবস্থিত চর বয়রাগাদী কমিউনিটি ক্লিনিকটি বন্ধ পাওয়া যায়। সরকারি ছুটি না থাকা সত্ত্বেও এদিন ক্লিনিক খুলেননি কর্তব্যরত চিকিৎসক। ধুলোয় ধূসরিত টেবিলে পড়ে রয়েছে একটি সিরিঞ্জের খালি প্যাকেট। যেন কতদিন খোলা হয়নি ক্লিনিকটি। অথচ নিয়মিত সেবা পাবেন এই আশ্বাসে জমিটি দান করেছিলেন স্থানীয় হাজী কালাই চান, আলী আজগর ও সুলতান আহমেদ। যাদের নাম এখনো জমিদাতা ফলকে উল্লেখিত রয়েছে।

একই অবস্থা ইউনিয়নের চরপ্রসন্ন নগর কমিউনিটি ক্লিনিকেরও। বুধবার দুপুর ১২টার দিকে গিয়ে ক্লিনিকটি তালাবদ্ধ অবস্থা পাওয়া যায়। এই ক্লিনিক স্থাপনে জমি দিয়েছেন স্থানীয় জাকির হোসেন। ক্লিনিকটির ভেতরে তাকাতেই চোখে পড়ে মোটা হরফে লেখা- লাইনে দাঁড়িয়ে সেবা নিন, দুই দিনের বেশি ওষুধ দেয়া হয় না, ওষুধ থাকা সাপেক্ষে সবাই ওষুধ পাবে। আদেশক্রমে কর্তৃপক্ষ! এখানে চিকিৎসা সেবা দেন ডিপ্লোমা ডিগ্রিধারী চিকিৎসক এম. আওলাদ হোসেন শান্ত। এখানে কর্তৃপক্ষ বলতে তিনিই সর্বেসর্বা। কিন্তু লেখাটির বিষয়ে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন ওষুধের মহা সংকট চলছে কমিউনিটি ক্লিনিকে।

বিকেল সাড়ে ৩টা পর্যন্ত  ক্লিনিক খোলা থাকার কথা থাকলেও সেটি বন্ধ পাওয়া যায়।

নাম গোপন রাখার শর্তে এক কমিউনিটি ক্লিনিক পরিদর্শক জানান, যে পরিমাণ ওষুধ সরকারিভাবে বরাদ্দ দেয়া হয়, প্রতিটি কমিউনিটি ক্লিনিকে তা ২ বছর টানা ৪০ জনের মাঝে বিতরণ করলেও শেষ হবে না। এছাড়া এই প্রকল্পটিতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গুরুত্ব দিয়ে থাকেন। এখানকার কর্মকর্তাদের বেতন কখনো বিলম্বে বা আটকে থাকে না। সুযোগ সুবিধার দিক থেকেও তারা সবচেয়ে উপরে।

ক্লিনিকের আশপাশের বাসিন্দারা অভিযোগ করে জানান, ডাক্তার ঠিকমতো ওষুধ দেয় না। নিয়মিত ক্লিনিকে আসে না। বেলা ১১টায় আসলেও দুপুর ১২টার আগেই চলে যায়। অসুস্থ নারীদের সঙ্গে খারাপ আচরণ করে।

এদিকে ইউনিয়নের গোপাল নগর এলাকায় অবস্থিত কমিউনিটি ক্লিনিকটি বন্ধ পাওয়া যায় দুপুর সাড়ে ১২টায়। স্থানীয়রা জানান, কিছুদিন সংস্কার কাজের জন্য এখানে বন্ধ ছিল চিকিৎসা সেবা। এখন করোনার দোহাই দিয়ে ক্লিনিক খুলেন না স্বাস্থ্য সহকারী।

এ ব্যাপারে কথা হয় চরপ্রসন্ন নগর ক্লিনিকের স্বাস্থ্য সহকারী আওলাদ হোসেন শান্ত’র সঙ্গে। তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত থাকি। আমি মাঝে বেতন আনতে যাই, ওষুধ আনতে যাই সেজন্য বন্ধ থাকতে পারে। তাছাড়া আমার একার সব কাজ করতে হয়। এসব কারণে একটু সমস্যা হতে পারে।’

একই বিষয়ে মোবাইলে বক্তব্য নেয়ার চেষ্টা করা হয় গোপাল নগর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মোহসেনা আক্তারের সরকারি নাম্বারে। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়।

বন্ধ থাকা ক্লিনিকগুলোর বিষয়ে কথা হয় উপজেলা স্বাস্থ্য অফিসার ডা. জাহিদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা নিয়মিত ক্লিনিকগুলো তদারকি করার চেষ্টা করি। কিছুদিন আগে ক্লিনিক বন্ধ পাওয়ায় আমরা গোপাল নগর ও মধ্যনগর ক্লিনিকের কর্তব্যরত সহকারীকে শোকজ করেছি। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা আমরা চালিয়ে যাব।’

   

গাইবান্ধার ফুলছড়িতে চেয়ারম্যান নির্বাচিত হলেন আবু সাঈদ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সারাদেশের ১৩৯টি উপজেলার সাথে গাইবান্ধার দুটি উপজেলায় অনুষ্ঠিত হলো ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট। নির্বাচনে ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের আবু সাঈদ। তিনি ৩০ হাজার ৪৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ মে) রাত ১১ টার দিকে ফুলছড়ি উপজেলা কৃষি অফিসের হল রুমে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মুত্তালিব।

এদিন সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪ টা পর্যন্ত। এ সময়ের মধ্যে উপজেলার ৭টি ইউনিয়নের ৬০টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৪০ জন ভোটারের মধ্যে ৪৪ হাজার ৩৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে আবু সাঈদ মোটরসাইকেল প্রতীকে পান ৩০ হাজার ৪৯৯ ভোট এবং জিএম সেলিম পারভেজ ঘোড়া প্রতীকে পান ১৩ হাজার ৭৬ ভোট।

এছাড়া ১২ হাজার ২১৩ ভোট পেয়ে সাধারণ ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে নির্বাচিত হয়েছেন রাসেল বিন ওয়াহেদ ফিরোজ (চশমা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তার (টিউবওয়েল) পেয়েছেন ১০ হাজার ৯০৫ ভোট।

অপরদিকে, ১৮ হাজার ৯০৬ ভোট পেয়ে সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাশেদা বেগম (হাঁস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাপিয়া পারভিন (প্রজাপতি) পেয়েছেন ১২ হাজার ৭০৬ ভোট।

এরআগে, ভোট চলাকালীন সময়ের দুপুর পৌনে ১ টার দিকে আবু সাঈদের একমাত্র প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম পারভেজ ভোট কারচুপি, এজেন্টদের মারধর, কেন্দ্র দখল, জাল ভোট এবং স্থানীয় সাংসদ তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোট সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের আর্থিক সুবিধা ও হুমকি ধামকি দেওয়ার অভিযোগ এবং এ সকল বিষয় একাধিকবার নির্বাচন কমিশনারকে জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

জিএম সেলিম পারভেজ ফুলছড়ি উপজেলা আ.লীগের এবং সদ্য সাবেক ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান।

এদিকে, গাইবান্ধায় নির্বাচন অনুষ্ঠিত হওয়া অপর উপজেলা সাঘাটায় চেয়ারম্যান পদের তিন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় ওই উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ভোটের আগেই নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এস এম সামশীল আরেফিন টিটু।

গত ২২ এপ্রিল সোমবার বিকেলে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিতভাবে স্বেচ্ছায় নিজেদের প্রার্থিতা প্রত্যাহারপত্র দেন চেয়ারম্যান প্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ এবং সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল আজাদ শীতল। ফলে নির্বাচনের আগেই এমনকি প্রতীক বরাদ্দের আগেই সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান নিশ্চিত হন অ্যাডভোকেট এস এম সামশীল আরেফিন টিটু। পরদিন ২৩ এপ্রিল দুপুরের অন্যান্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়টি ঘোষণা করেন গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা। ফলে নির্বাচনে এই উপজেলায় চেয়ারম্যান পদ ছাড়া সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উপজেলার ২ লাখ ৪১ হাজার ৭১২ জন ভোটারের মধ্যে ২৭ হাজার ৪৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে ৮ হাজার ৭১৬ ভোট পেয়ে সাধারণ ভাইস চেয়ারম্যান (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন রোস্তম আলী (গ্যাস সিলিন্ডার)। তিনি জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী মিলন সরকার (বই প্রতীক) পেয়েছেন ৫ হাজার ২৭৩ ভোট।

এছাড়া ১৭ হাজার ৫৫৬ ভোট পেয়ে উপজেলার সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রওশন আরা বেগম (প্রজাপতি )। তিনি পদুমশহর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাজনীন বেগম (হাঁস) পেয়েছেন ৮ হাজার ৪৬০ ভোট।

;

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৯০ স্কোর নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে ঢাকা। বায়ুর এ মান অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০ টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৭০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

বায়ুদূষণের এই পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক আইকিউএয়ারের সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

 

;

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬

  • Font increase
  • Font Decrease

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। 

বুধবার (৮ মে) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (৯ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৩৭৯ পিস ইয়াবা, ৩২ গ্রাম ৭০ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৮৩০ গ্রাম গাঁজা ও ৭৯ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে বলে জা‌নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়। 

;

৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

  • Font increase
  • Font Decrease

পাবনার মুলাডুলি স্টেশন এলাকায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় ৫ ঘণ্টা বন্ধের পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মে) সকাল ৮টার দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার (০৮ মে) রাত ৩টার দিকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে আটকে পড়ে কয়েকটি আন্তঃনগর ট্রেন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

জানা গেছে, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ভোরে মুলাডুলি স্টেশন এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলওয়ে সংশ্লিষ্টরা ট্রেনটি উদ্ধার করার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম জানান, ঈশ্বরদীর মুলাডুলিতে বুড়িমারী এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছিল। এই ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ট্রেনটি উদ্ধার করার পর রেল চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে অন্য দুই সদস্য হলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল।

;