না.গঞ্জে বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন, কমবে লোডশেডিং

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নারায়ণগঞ্জে ২৩০/১৩২ কেভি গ্রিড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের আওতায় ২৩০/১৩২ কেভি সাব-স্টেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে নারায়ণগঞ্জ ও তৎসংলগ্ন এলাকার লোডশেডিং এবং লো-ভোল্টেজ সমস্যার সমাধান হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রটি উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় প্রধানমন্ত্রী বলেন, যেসব এলাকায় বিদ্যুৎ নেই সেসব এলাকায় বিদ্যুৎ দেওয়া গেলে ছোট ছোট শিল্প এলাকা গড়ে উঠবে। ৯৭ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। আগামী ২০২১ সালে আমরা শতভাগ বিদ্যুতায়ন করবে পারবো।

সরকার ১০০ অর্থনৈতিক অঞ্চল গড়ার প্রকল্প হাতে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলে প্রচুর বিদ্যুৎ প্রয়োজন হবে। সে লক্ষ্য নিয়ে আমরা বিদ্যুৎ উন্নয়নের কাজ করছি।

বিজ্ঞাপন

এ উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার মো. জায়েদুল আলম, সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারীসহ জেলা প্রশাসকের অন্যান্য কর্মকর্তাগণ।