আশুরায় বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল(যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

পবিত্র আশুরা উপলক্ষে দেশের সর্ব বৃহত্তম বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ পথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত সচল রয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল থেকে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ।

বিজ্ঞাপন

বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, আশুরা উপলক্ষে সরকারী ছুটির কারণে আমদানি রফতানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে পুনরায় বাণিজ্য সচল হবে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মহাসিন হোসেন জানান, এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম সচল রয়েছে। ভারতে অবস্থানরত বাংলাদেশিরা ফিরছেন। এছাড়া করোনার কারণে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রা ফিরে যাচ্ছেন।

বিজ্ঞাপন

বেনাপোল বন্দরের আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৪শ ট্রাক বিভিন্ন প্রকারের পণ্য ভারত থেকে আমদানি হয়ে থাকে। ভারতে রফতানি হয় দেড়শ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য। একদিনে আমদানি পণ্য থেকে সরকারের রাজস্ব আসে প্রায় ২০ কোটি টাকা।