সাংবাদিক রেজাউল করিম প্লাবন পুলিশ হেফাজতে
অনৈতিক সম্পর্ক, প্রতারণা করে বিয়ে ও ভ্রুণ হত্যার মামলায় সাংবাদিক রেজাউল করিম প্লাবনকে পুলিশ হেফাজতে নিয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) তাকে পল্লবী থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার এসআই শফিকুল ইসলাম।
তিনি বলেন, প্লাবনকে একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
এখনও তাকে গ্রেফতার বলা যাবে না। মূলত ওসি স্যারের সঙ্গে কথা বলছেন। সম্ভবত কথা বলার পরই তাকে ছেড়ে দেওয়া হবে।
একই বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ মিয়া বার্তা২৪.কম-কে বলেন, তার বিরুদ্ধে অভিযোগ থাকায় তার সঙ্গে কথা বলা হচ্ছে। সিদ্ধান্ত পরে জানানো হবে।
প্রসঙ্গত, যৌতুক চেয়ে নির্যাতন এবং ভ্রুণ হত্যার অভিযোগে সাংবাদিক রেজাউল করিমের (প্লাবন) বিরুদ্ধে এক নারী মামলা করেছেন।