লালমনিরহাটে ৬ ইউনিয়নে উপ-নির্বাচন ২০ অক্টোবর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি প্রতীকী।

ছবি প্রতীকী।

লালমনিরহাটের ৬টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২০ অক্টোবর এই ৬টি ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, সম্প্রতি সময়ে করোনায় আক্রান্ত হয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান ডা. আতিয়ার রহমান, পাটিকাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আলম রোকন, কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান খ ক শফিকুল ইসলাম মারা যান। এছাড়া বিভিন্ন রোগে মদাতী ইউনিয়নের ২ ওয়ার্ড সদস্য আব্দুল লতিফ, আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ও সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য মারা যান। ফলে ওই সব শূন্য পদে উপ-নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২০ অক্টোবর ওই পদের বিপরীতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘নির্বাচন সংক্রান্ত পত্র পেয়েছি। আমরা প্রস্তুতি গ্রহণ শুরু করেছি।’

বিজ্ঞাপন