ডা. রস্তুম আলী ফরাজী করোনায় আক্রান্ত
ঢাকা: একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. রুস্তম আলী ফরাজী করোনাভাইরাসে আক্রান্ত। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ডা. রুস্তুম আলী ফরাজীর একান্ত সচিব ত্রাণ হোসেন বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “স্যার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর তার করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই সেখানে ভর্তি হয়েছেন।”
ডা. রুস্তম আলী ফরাজী তার নির্বাচনী এলাকার জনগণ, দলের নেতাকর্মী ও দেশবাসীর নিকট রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। তিনি পিরোজপুর-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে বিজয় লাভ করেন। এর আগে দশম সংসদ নির্বাচনে একই আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।