ঘুমের মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশু নিহত



ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ঘুমের মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। ছবি: প্রতীকী

ঘুমের মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। ছবি: প্রতীকী

  • Font increase
  • Font Decrease

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে ইলমা নামে আট মাস বয়সী এক শিশু মারা গেছে।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর আলগা হাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইলমা একই এলাকার রবিউল মিয়ার মেয়ে। এই ঘটনায় রবিউল মিয়া ও তার আরেক শিশু রাব্বী আহত হয়েছে। রাব্বীকে গুরুতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল মিয়া প্রতিদিন ভোরে নৌকা নিয়ে কাজ করতে যান। তার স্ত্রী রুমা আক্তার প্রতিদিনের মতো ভোররাত সাড়ে ৩টার দিকে ঘরের ভেতরে থাকা এলপি গ্যাসের চুলায় রান্না বসান। রান্না বসিয়ে দিয়ে তিনি ঘরের বাইরে টয়লেটে যান। হঠাৎ শব্দ পেয়ে বাড়ির সকল লোকজন এগিয়ে এসে দেখে ঘরের মধ্যে আগুন। এ সময় ঘরের ভেতরে রবিউল, তার ছেলে রাব্বী ও ইলমা ঘুমিয়ে ছিল। ঘুমের মধ্যে তিনজনই আগুনে দ্বগ্ধ হন। পরে এলাকাবাসী রবিউল ও তার ছেলে রাব্বীকে উদ্ধার করতে পারলেও ইলমা আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাব্বীর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

রবিউল মিয়া বলেন, ‘ঘুমের মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘরের মধ্যে আগুন লাগে। আমাদেরকে এলাকাবাসী উদ্ধার করতে পারলেও ইলমা ঘরের মধ্যে আটকা পড়ে আগুনে দ্বগ্ধ হয়ে মারা যায়।’

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিবুর রহমান জানান, রাব্বীর শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া রবিউল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

   

জয়পুরহাটে পানিতে ডুবে যুবকের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জয়পুরহাট
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জয়পুরহাটে গোসল করার সময় পুকুরে পানিতে ডুবে তৌফিক রহমান (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মে) দুপুরের সবুজ নগর এলাকায় পাসপোর্ট অফিস সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌফিক রহমান শহরের চিত্রাপাড়া এলাকার নিজামুদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তৌফিক রহমান ও তার বন্ধু মোবাইলে যোগাযোগ করে সবুজ নগর মসজিদের সামনে একত্রিত হয়। এরপর নতুন পাসপোর্ট অফিস সংলগ্ন একটি পুকুরে গোসল করার জন্য তারা যায়। এসময় পুকুর পাড়ে বসে কথা বলার সময় পা ধুতে গেলে পিছলে পানিতে পড়ে যায় তৌফিক। তখন দুই বন্ধু মিলে তাকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশ থেকে স্থানীয় লোকজন এসে তাকে পানি থেকে তোলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।

পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

;

ঝড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপড়ে পড়লো তিন গাছ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টি ও ঝড়ো বাতাসে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপড়ে পড়েছে তিনটি গাছ। এতে মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উপড়ে পড়া গাছটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (২৭ মে) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবার ভান্ডাব এলাকায় ঘটনাটি ঘটে।

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমন বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টি ও ঝড়ো বাতাসে তিনটি গাছ ভেঙে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপড়ে পড়ে যায়। এতে যানবাহনে চলাচলে বাধাগ্রস্ত করে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ৪০ মিনিটের চেষ্টা তিনটি গাছ কেটে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান আরও বলেন এঘটনায় কেউ নিহত বা আহত হয়নি।

ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, সড়কে গাছ পড়ার সাথে সাথে ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে কাজ করে গাছ কেটে সরিয়ে ফেলে। তবে, এই ঘটনায় সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল।

;

খাতুনগঞ্জে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন খাতুনগঞ্জের একটি খাল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।

সোমবার (২৭ মে) বিকেলে খাতুনগঞ্জ এলাকার শুকটি পট্টির খালে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশিক জানান, বিকেল সাড়ে চারটার দিকে এক যুবককে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। শুটকি পট্টি পুলের গোড়ায় পানিতে ডুবে থাকা অবস্থায় পাওয়া ভিটটিমকে পাওয়া যায়। যার আনুমানিক বয়স ২৫ বছর।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবাইদুল হক বার্তা২৪.কম-কে বলেন, শুঁটকি পট্টির একটি খাল থেকে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। ধারণা হচ্ছে, দিনভর বৃষ্টির কারণে ওই খালে পানির অনেক শ্রুত ছিল, ভুলবশত সেখানে পড়ে ডুবে গেছে। এতে তার মৃত্যু হয়েছে। আমরা পরিচয় শনাক্তে কাজ করছি।

;

আরও যা প্রয়োজন দেওয়া হবে: অধিদপ্তরের মহাপরিচালক 

  ঘূর্ণিঝড় রিমাল



আশরাফুল ইসলাম, পরিকল্পনা সম্পাদক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঘুর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুর্গত মানুষদের জন্য ইতিমধ্যে অর্থ ও খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান বলেছেন, আরও যা প্রয়োজন আমরা তা করব।

সোমবার সন্ধ্যায় বার্তা২৪.কমকে তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই অর্থ বরাদ্দ দিয়েছি। খাদ্য বরাদ্দ দিয়েছি। আরও যা যা লাগে সবটাই দেওয়া হবে। অলরেডি দেওয়া হয়েছে, আরও যা প্রয়োজন হবে, স্টেটমেন্টটা হাতে পেলে ..প্রাথমিকটা পেয়েছি। যেহেতু এখনো ঝড় শেষ হয়নি। সব কালেক্ট করার পর রাষ্ট্র যেভাবে চাইবে; যেভাবে দূর্গতদের পাশে দাঁড়ালে তাদের কল্যাণ হবে, যাতে তাদের পুনর্বাসন করা যায় বড় লসগুলোকে কাটাতে, রাষ্ট্র যেভাবে দাঁড়ায়, সেভাবে আমরা করব।’

দুর্গতদের তথ্য সংগ্রহে আমরা জেলা প্রশাসনগুলোর সঙ্গে প্রতিমুহূর্তে কাজ করছি জানিয়ে সরকারের এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে জেলা প্রশাসকরা যে তথ্য পাঠিয়েছেন তার ভিত্তিতেই আমরা ক্ষয়ক্ষতির একটি পরিসংখ্যান তৈরি করেছি। এখন পর্যন্ত ১৯টি জেলার ১০৭টি উপজেলার ৯১৪টি ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে দুর্গত মানুষের সংখ্যা ৩৭ লক্ষ ৫৮ হাজার ৯৬ জন। এই ঘুর্ণিঝড়ে অন্ততঃ ১০ জনের মৃত্যুর তথ্য আমরা প্রাথমিকভাবে পেয়েছি। আংশিক বিধ্বস্ত বাড়িঘরের সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ৯৯২টি এবং সম্পূর্ণ বিধ্বস্ত বাড়িঘরের সংখ্যা ৩৫ হাজার ৪৮৩টি।’

মোঃ মিজানুর রহমান আরও জানান, কিছু জেলায় দুর্গতদের লুঙ্গি, শাড়ি, থ্রি পিস, টি-শার্ট, বাচ্চাদের কাপড়, ঢেউটিন, নগদ অর্থ, বিধ্বস্ত বাড়িঘর নির্মাণে অর্থ মঞ্জুরি, শুকনা খাবার, বিশুদ্ধ খাবার পানি চাওয়া হয়েছে। আমরা আরও তথ্য সংগ্রহে কাজ করছি। যাতে সবাইকে ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে সহযোগিতা দেওয়া যায় অধিদপ্তর তা চেষ্টা করছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান, সোমবার (২৭ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, সরকারের প্রস্তুতির কারণে বড় ক্ষয়ক্ষতি হয় নাই।ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের ৬ কোটি ৮৫ লাখ টাকা সহযোগিতার জন্য দেওয়া হয়েছে। পাঁচ হাজার পাঁচশত মেট্রিক টন চাল ও পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার। এছাড়া শিশু খাদ্য কেনার জন্য ১ কোটি ৫০ লাখ টাকা সহযোগিতা করা হয়েছে।

সহযোগিতা ক্ষতিগ্রস্তের মোবাইল অ্যাকাউন্টে যাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বরাদ্দ অব্যাহত থাকবে’।

;