ট্রাফিক আইন: সচেতন হচ্ছে নগরবাসী



শাহরিয়ার হাসান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ট্রাফিক আইন মেনে নগরীতে চলাচল রাজধানীবাসীর।

ট্রাফিক আইন মেনে নগরীতে চলাচল রাজধানীবাসীর।

  • Font increase
  • Font Decrease

রাজধানীতে গণপরিবহণ চালক, পথচারী বা ব্যক্তি মালিকানার গাড়িগুলো ট্রাফিক আইন মানতে শুরু করেছে। যেখানে আগে কেউই নিয়ম-কানুনের ধারের কাছে যেতেন না। তারাই এখন সাবধানতা অবলম্বন করে রাজধানীর পথে চলাচল করছে।

রাজধানীর শাহবাগ, বাংলামটোর, ফার্মগেট, পান্থপথ, সাইন্সল্যাব এলাকায় ঘুরে দেখা যায়, পথচারীরা আর ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন না। ঠিক জেব্রা ক্রসিং দিয়েই চলাচল করছেন তারা। গণপরিবহণ বা ব্যক্তি মালিকানার গাড়িগুলো জেব্রা ক্রসিং থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে, সবুজ সিগনালের জন্য অপেক্ষা করছেন।  

সেপ্টেম্বর মাসকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে ট্রাফিক সচেতনতা মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। তার ধারাবাহিকতায়, পথচারীদের রাস্তা পারাপার হতে জেব্রা ক্রসিং ব্যবহার করতে এক প্রকার বাধ্য করা হচ্ছে। ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষ ও চালকদেরকে। কঠোর আইন প্রয়োগ না করেও, জেব্রা ক্রসিং, আন্ডারপাস এবং ওভারব্রিজ ব্যবহার করতে অনুরোধ করছেন ট্রাফিক পুলিশসহ সড়কের শৃঙ্খলা ফেরার কাজে নিয়োজিত বিএনসিসি'র সদস্যরা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/09/1536491854236.jpg

তাছাড়া মোটরসাইকেল চালকসহ আরোহীরাও নিয়মিত হেলমেট পড়ছেন। সব কিছু মিলে সাধারণ মানুষের মাঝে ট্রাফিক সচেতনতা বাড়ছে বলে মনে করছেন পুলিশসহ সংশ্লিষ্টরা।

রাজধানীর কারওয়ান বাজার মোড়ে পথচারী মাহবুব রহমান বার্তা২৪.কমকে বলেন, মনে হচ্ছে মানুষ ট্রাফিক আইন মানতে শুরু করেছে। এই কিছুদিন আগেই তো দেখতাম, সিগনাল ফেললেও পাশ কাটিয়ে কত বাস ঢুকে যাচ্ছে সড়কে। আর মোটরসাইকেল চালকদের কথা তো বলাই যাবে না, ফুটপাত তো পুরোটায় তাদের দখলে ছিল। ভয়ে হোক আর ইচ্ছে করে হোক, আপনাকে মানতেই হবে মানুষ একটু হলেও সচেতন হয়েছে। 

মোহাম্মাদপুর থেকে মতিঝিল রুটের রাজা সিটি পরিবহনের  চালক জয়নাল আবেদিন বার্তা২৪.কমকে বলেন, দুর্ঘটনা ঘটলে চালকের দোষ থাকেনা, একথা ঠিক না। তবে মানুষও খুব খারাপ। হর্ন দিতে থাকলেও মানুষ রাস্তার মাঝে দিয়ে চলতে থাকে। তারা রাস্তার মাঝে হাত তুলেই মনে করে তাদের দায়িত্ব শেষ, আমি চালক গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবো কি পারবো না সেটা ভাবে না। গাড়ির ব্রেক কাজ নাও তো করতে পারে, সেটা মানুষ ভাবে না। তাই আমাদের চালকের দোষ না দিয়ে মানুষকে সচেতন হতে হবে। 

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/09/1536491874936.jpg

এবিষয়ে জানতে চাইলে, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা পরিচালক ইলিয়াস কাঞ্চন বার্তা২৪.কমকে  বলেন, ট্রাফিক আইন আমরা কেউই মেনে চলি না, সেটা চালক বা পথচারী। দেখা গেছে ৯০ শতাংশ মানুষ ট্রাফিক আইন মেনে চলে না। আমরা অনেকেই বড় বড় কথা বলি, কিন্ত দিন শেষে দেখা যায়, তারাই অসচেতন ভাবে রাস্তায় চলি। আমাদের নিজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা সচেতন হব মানুষকে সচেতন হতে সাহায্য করবো। আমি মনে করি না, নিরাপদ সড়ক নিশ্চিত করা খুব কঠিন কিছু।  আমরা একটু আন্তরিক হলেই সড়কের শৃঙ্খলা ফিরে আনতে পারবো।

একই বিষয়ে জানতে চাইলে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিচার্স ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ বলেন বার্তা২৪.কমকে বলেন, সড়কে প্রাণহানি ঠেকাতে পথচারী পারাপারে জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া দরকার। তবে প্রাথমিকভাবে যেখানে-সেখানে দাঁড়িয়ে বাসে ওঠা নামা বন্ধ করতে হবে। তাহলে নগরীতে অনতত শৃঙ্খলা ফেরানো যাবে।

সার্বিক বিষয়ে ডিএমপি ট্রাফিক পুলিশের প্রধান, অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, আইন প্রয়োগ করে ট্রাফিক ব্যবস্থার পরিবর্তন বা মানুষকে সচেতন করা কঠিন। আমরা ট্রাফিক পুলিশদের কখনো সহযোগিতা করতে চাইনা। আমরা যদি শুধু ট্রাফিক পুলিশদের একটু সহযোগিতা করি, তাহলে সড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে।

অন্যদিকে দিকে ডিএমপির ট্রাফিক বিভাগের তথ্য বলছে, গত কয়েকদিনে ট্রাফিক আইন অমান্য করা, গাড়ির কাগজপত্র বা হেলমেট নেই, এমন মামলার সংখ্যা কমে গেছে।

   

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাঙ্গাবালীর উপজেলা চেয়ারম্যান



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম পটুয়াখালী
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের চতুর্থ ধাপের রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহম্মেদ তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

রবিবার (১৯ মে) বিকালে রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহম্মেদ নিজ স্বাক্ষরিত একটি আবেদনের মাধ্যমে তার প্রার্থীতা করেন।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান বলেন ‘আজ (রবিবার) মনোনয়ন পত্র প্রত্যাহারের এর শেষ দিন ছিলো। রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ জহির উদ্দিন আহম্মেদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ২০ মে বাকি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।’

এ বিষয়ে সুস্পষ্ট কারণ জানতে জহির উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে প্রার্থীতা প্রত্যাহারের সুস্পষ্ট কোনো তথ্য বা তার বক্তব্য পাওয়া না গেলেও জনশ্রুতি রয়েছে যে, তিনি ভবিষ্যতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হবেন, তাই তিনি কারও সঙ্গে সমঝোতা করেছেন।

গত ১২ মে রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলো রিটার্নিং কর্মকর্তা। রবিবার একজন প্রত্যাহার করায় এ উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। আগামী ৫ জুন রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

;

এমপি আনোয়ার খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম লক্ষ্মীপুর
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রামগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠায় এমপির বিষয়ে ব্যবস্থা নিতে এ লিখিত নির্দেশনা দেন রির্টানিং কর্মকর্তা প্রিংয়কা দত্ত।

ওসিকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের বিষয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ এবং নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষপাতিত্ব করার বিষয়ে একটি অভিযোগ দাখিল করেছেন। উক্ত অভিযোগের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগপত্রের ছায়ালিপি এতদসঙ্গে প্রেরণ করা হলো।

রবিবার (১৯ মে) রাতে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাতের করা অভিযোগের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে শনিবার (১৮ মে) রির্টানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন আনারস প্রতীকের প্রার্থী ইমতিয়াজ আরাফাত।

রির্টানিং কর্মকর্তার কাছে দেওয়া চিঠিতে ইমতিয়াজ অভিযোগ করেন, সংসদ সদস্য আনোয়ার হোসেন খান আচরণ বিধি ভঙ্গ করে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুকে জয়ী করার লক্ষ্যে নানা পরিকল্পনা করছেন। নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হোসেন রানাকে নোয়াগাঁও বাজার থেকে গাড়িতে উঠিয়ে খান টাওয়ারে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে দেওয়ান বাচ্চুর পক্ষে নির্বাচনী কাজ করার জন্য নানাভাবে হুমকি-ধমকি দেন। পরে রানা কৌশলে সেখান থেকে পালিয়ে যান। যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থি।

চিঠির বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান রবিবার রাতে বলেন, ‘চিঠি হাতে পাইনি। হাতে পেলে চিঠি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে আগামী ২১ মে লক্ষ্মীপুরের রামগঞ্জে অনুষ্ঠিত হবে।

;

টর্নেডোর আঘাতে লন্ডভন্ড শ্যামনগর



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
টর্নেডোর আঘাতে লন্ডভন্ড শ্যামনগর

টর্নেডোর আঘাতে লন্ডভন্ড শ্যামনগর

  • Font increase
  • Font Decrease

সাতক্ষীরার শ্যামনগরে টর্নেডোর আঘাতে শতাধিক কাঁচা ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে।

রোববার (১৯ মে) বিকেলে উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী, পূর্ব কৈখালি ও জয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বেশ কিছু গাছও উপড়ে পড়ে। তবে কেউ হতাহত হয়নি।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ পাঁচ নদীর মোহনার দিক থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসে। মুহূর্তেই এলাকার শতাধিক টিনশেড ও কাঁচা ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে জানানো হয়। এরই মধ্যে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শ্যামনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

;

গাইবান্ধায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
গাইবান্ধায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • Font increase
  • Font Decrease

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ মে) বিকেলে উপজেলার নাকাই ইউনিয়নের ডুমুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। তিন বছর বয়সী শিশু সাদ বাবু ওই গ্রামের হাবিব-মৌসুমী দম্পতির একমাত্র ছেলে।

মৃত্যুর বিষয়টি রাত সাড়ে নয়টার দিকে মোবাইল ফোনে নিশ্চিত করেছেন উপজেলার নাকাই ইউনিয়নের ইউপি সদস্য তহিদুল ইসলাম।

এ সময় স্থানীয়দের বরাতে তিনি জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত থাকায় খেলতে খেলতে কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয় শিশু সাদ্। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির মা নিজেই তাদের বাড়ির পিছনে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মৃত্যু হয়।

;