শিবালয়ে প্রাইভেটকার চাপায় শিশুর মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি প্রতীকী।

ছবি প্রতীকী।

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় প্রাইভেটকারচাপায় রাসেল হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের ৫ নাম্বার ঘাট পন্টুন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রাসেল পাটুরিয়া ফেরিঘাটের ৫ নং ঘাট এলাকার লাভলু মিয়ার ছেলে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, দুপুরে ফেরিঘাটমুখী একটি প্রাইভেটকার চাপায় ঘটনাস্থলেই মারা যায় রাসেল। এ ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তবে ঘাতক প্রাইভেটকারটিকে জব্দ করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন