কুড়িগ্রাম শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

সিসি ক্যামেরা স্থাপন। ছবি: বার্তা২৪.কম

সিসি ক্যামেরা স্থাপন। ছবি: বার্তা২৪.কম

কুড়িগ্রাম শহরের ট্রাফিক ব্যবস্থা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ৬টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ বিভাগ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শহরের জিরো পয়েন্টে ট্রাফিক পুলিশ বক্সের সামনে এর উদ্বোধন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

বিজ্ঞাপন

এসময় এসপি সদর সার্কেল উৎপল কুমার রায়, এসপি সার্কেল মাহমুদুল হাসান, ট্রাফিক ইন্সপেক্টর মো: জাহিদ সারোয়ার, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, ট্রাফিক সার্জেন্ট একে বানিয়ুল আনাম, মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, ট্রাক মালিক সমিতির রেজওয়ানুল হক দুলালসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, এই সিসি ক্যামেরা শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পর্যায়ক্রমে জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

বিজ্ঞাপন