আমাদের সম্পর্ক আরো গভীর হলো:মোদি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদি।

ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আজ থেকে আমরা আরো কাছে এলাম, আমাদের সম্পর্ক আরা গভীর হলো। আমরা যত যত আমাদের মধ্যকার সম্পর্ক বৃদ্ধি করব, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারব ঠিক তত উন্নতির নতুন আসমানকে আমরা স্পর্শ করতে পারব বলে আমার বিশ্বাস।

সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল ও বিদ্যুৎ সংক্রান্ত তিনটি প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে নিজের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে নরেন্দ্র মোদি বলেন, আমি আগেও কয়েকবার বলেছি যে প্রতিবেশী দেশের নেতৃত্বের সঙ্গে প্রতিবেশীর মতই সম্পর্ক হওয়া উচিত। যখন চাইবেন কথা বলা যাবে, যখন ইচ্ছে হবে সফরে যাওয়া যাবে। আর এসব বিষয়ে আমাদের প্রটোকলের বন্ধনে আবদ্ধ থাকা উচিত নয়।

নিজের বাংলাদেশ সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, ২০১৫ সালে আমি যখন বাংলাদেশ সফর করি তখন ৫০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছিলাম। আর এ জন্য পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে ট্রান্সমিশন লিঙ্ক স্থাপন করা হয়। এ কাজ সম্পন্ন করতে সহযোগিতার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ও ধন্যবাদ জানাই। এরমধ্য দিয়ে ভারতে থেকে ১.১.৬ গিগা ওয়াট বিদ্যুৎ ভারত থেকে বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে। আমি মনে করি মেগাওয়াট থেকে গিগাওয়াটে যাওয়ার এই কোয়ান্টাম জাম্প আমাদের সম্পর্কের সোনালি অধ্যায়ের প্রতীক।

বিজ্ঞাপন

রেলওয়ের ক্ষেত্রেও দুই দেশের কানেকটিভিটির কথা তুলে ধরে মোদি জানান, আমাদের কানেকটিভিটি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আখাউড়া-আগরতলা রেলওয়ে নির্মাণ কাজ শেষ হওয়ার পর আমাদের ক্রস বর্ডার কানেকটিভিটির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এই প্রকল্পে সহযোগিতার জন্য  ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকেও অভিনন্দন জানাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নতির জন্য মহৎ লক্ষ্য স্থির করেছেন। ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ বানানোর যে লক্ষ্য তিনি নিয়েছেন তাতে সহযোগিতা করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়, যোগ করে ভারতের প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলীসহ অন্যান্যরা।