ধর্ষককে ঘৃণা প্রদর্শন করতে ডাস্টবিন স্থাপন
ধর্ষক-নিপীড়কদের প্রতি ঘৃণা জানাতে ডাস্টবিন স্থাপন করে সেখানে থু-থু ও ময়লা নিক্ষেপ করছে জেলার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষজন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক চত্বর এলাকায় মানিকগঞ্জ নিপীড়ন বিরোধী ছাত্র জোটের আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়।
এ সময় ধর্ষক-নিপীড়কদের ঘৃণা ও তাদেরকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে নিপীড়ন বিরোধী ছাত্র জোটের নেতা-কর্মীরা বলেন, ধর্ষণ ও নিপীড়ন রোধে আইনের কঠোর প্রয়োগ যেমন প্রয়োজন, তেমনি সামাজিক এবং রাজনৈতিকভাবে সংগঠনগুলোর মধ্যে ধর্ষণ বিরোধী নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।
দেশের বিচারহীনতার কারণে ধর্ষণের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড আইনকে স্বাগত জানিয়ে সংগঠনের কর্মীরা আরো বলেন, এ আইন কাগজে কলমে সীমাবদ্ধ রাখলে হবে না। দলমত নির্বিশেষে এ আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।
এছাড়াও পাঠ্যপুস্তকে নারীর প্রতি অবমাননা-বৈষম্যমূলক যেকোনো প্রবন্ধ, পরিচ্ছদ, ছবি, নির্দেশনা ও শব্দচয়ন পরিহার করতে হবে। ধর্মীয় সব ধরনের সভা-সমাবেশে নারী বিরোধী বক্তব্য শাস্তি যোগ্য অপরাধ হিসেবে গণ্য করার আহ্বান জানান তারা।
মানিকগঞ্জ নিপীড়ন বিরোধী ছাত্র জোটের আহ্বায়ক এমআর লিটন, সদস্য সচিব রাসেল আহম্মেদ, যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, অনিকা হোসাইন, রোকনুজ্জামান রাসেলসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।