সত্য উম্মোচনে অনুসন্ধানী সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. আবু মারুফ হোসেন বলেছেন, ‘যেকোনো ঘটনার প্রকৃত সত্যকে পাঠকের সামনে তুলে আনা সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ লুকিয়ে রাখা বা চাপা পড়া সত্যকে আবিষ্কার করা, উম্মোচন করতে পারা। অনিয়ম-দুর্নীতি, হত্যা-রাহাজানিসহ যেকোনো ঘটনার প্রকৃত সত্য সহজেই জানা সম্ভব হয় না। অনুসন্ধানী সাংবাদিকতা চাপা পড়া অজানা সত্যটাকে উম্মোচন করে। এ ধরনের সাংবাদিকতা খুবই ঝুঁকিপূর্ণ।’
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রংপুরের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৩৫ জন সাংবাদিককে নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি এই প্রশিক্ষণের আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে আরপিএমপি উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. আবু মারুফ হোসেন বলেন, ‘পুলিশ ও সাংবাদিকের লক্ষ্য একই। আমরা সমাজে শান্তি চাই, শৃঙ্খলা চাই। যেকোনো ঘটনার সত্যটাকে প্রতিষ্ঠিত করতে চাই। কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত প্রকৃত সত্যকে চাপা দেয় বা লুকিয়ে রাখে। পুলিশ অনেক সময় তদন্ত করেও সেই অজানা সত্যকে উদঘাটন করতে পারে না। কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতায় সত্য উম্মোচন করা সম্ভব। আর এ ধরনের রিপোর্ট পুলিশের জন্য সহায়ক।’
এ সময় তিনি যেকোনো ঘটনার বিষয়বস্তু, তথ্যসূত্র ও প্রকৃত সত্য শতভাগ নিশ্চিত না হয়ে সাংবাদিকদের রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান। ওই কর্মকর্তা বলেন, ‘পাঠক ও সাধারণ মানুষ সত্যটাকে জানতে চায়। আর সাংবাদিকের কাজই হলো প্রকৃত সত্যকে তুলে ধরা। কিন্তু সংবাদ পরিবেশনে এখন অনেকে তা মানছেন না। অনুসন্ধানে একটু সময় নিয়ে হলেও সত্যটা শতভাগ নিশ্চিত হবার পর রিপোর্ট প্রকাশ করা উচিত।’
সনদ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার রফিক। এ সময় উপস্থিত ছিলেন- প্রশিক্ষক ও রিসোর্সপার্সন, নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার জুলফিকার আলি মানিক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহামুদুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক রারেক হোসেন।
তিন দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের প্রয়োজনীয় ও খুঁটিনাটি বিষয়াদি, সমসাময়িক প্রেক্ষাপটে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া অনুসন্ধানী সাংবাদিকতার ধরন, কৌশল, বস্তুনিষ্ঠতার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং সোর্স পরিচালনার ক্ষেত্রে অনুসরণীয় বিষয় সম্পর্কে ধারণা দেয়া হয়।