জামিন পেলেন কবি টোকন ঠাকুর

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কবি টোকন ঠাকুর

কবি টোকন ঠাকুর

সরকারি সম্পত্তি তছরুপের মামলায় জামিন পেলেন কবি ও চলচ্চিত্র পরিচালক টোকন ঠাকুর।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদার হোসাইন শুনানি শেষে এ ২ হাজার টাকা মুচলেকায় এ জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

সরকারি সম্পত্তি তছরুপের অভিযোগে ২৫ অক্টোবর সন্ধ্যায় টোকন ঠাকুরকে গ্রেফতার করে পুলিশ।

গত ৩ অক্টোবর সিএমএম আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানায় রাজধানীর কাটাবন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

২০১২-১৩ অর্থবছরে ‘কাঁটা’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের জন্য অনুদান পান কবি ও নির্মাতা টোকন ঠাকুর। কথাসাহিত্যিক শহীদুল জহিরের গল্প অবলম্বনে প্রথম সিনেমা পরিচালক হিসেবে নাম লেখানোর কথা ছিল এই কবি ও নির্মাতার।