জাতীয় মানের খেলার উপযোগী হচ্ছে রংপুর ক্রিকেট গার্ডেন
রংপুরের কালেক্টরেট ক্রিকেট গার্ডেনকে জাতীয় পর্যায়ের খেলার হিসেবে উপযোগী করতে অবকাঠামো ও সার্বিক উন্নয়নকল্পে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার মধ্যে দশ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির প্রথম কার্যক্রম হিসেবে ৩০ লাখ টাকা ব্যয়ে ক্রিকেট গার্ডেনে গ্রিল ফেন্সিং নির্মাণ কাজ শুরু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে রংপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আসিব আহসান আনুষ্ঠানিকভাবে গ্রিল ফেন্সিং নির্মাণ কাজের উদ্বোধন করেন।
পরে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় ডিসি বলেন, রংপুর ক্রিকেট গার্ডেনের মানোন্নয়নে সরকারের ক্রীড়া মন্ত্রণালয় অনেক আন্তরিক। আমরা ইতোমধ্যে ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ হয়েছি। এখন দ্রুত সময়ের মধ্যে মাঠের উন্নয়ন কাজের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান করা হবে। রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়নে গৃহীত মহাপরিকল্পনার বাস্তবায়ন হলে রংপুরে জাতীয় মানের যে কোনো টুর্নামেন্ট, বড় বড় আয়োজন করা সম্ভব হবে। ক্রিকেটসহ অন্যান্য খেলার মানোন্নয়ন ও খেলোয়াড়দের খেলার উপযোগি মাঠ এবং পরিবেশ নিশ্চিত করতে আমাদের চেষ্টা অব্যহত রয়েছে।
এসময় আসিব আহসান বলেন, রংপুরে ক্রিকেটের যত অবদান তা এই মাঠকে ঘিরেই। তাই জাতীয় মানের খেলার উপযোগী করতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিসিবির সাথে দশ বছরের চুক্তিতে এই মাঠের আমূল পরিবর্তন আসবে। এছাড়াও মাঠের রক্ষণাবেক্ষণে আশপাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম দ্রুত শুরু করা হবে।
অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বাের্ডের পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠের আধুনিকায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিসিবি ও জেলা ক্রীড়া সংস্থার দশ বছরের চুক্তি ও আমাদের মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে রংপুর বিভাগের ছেলে-মেয়েরা ক্রিকেটে আরও এক ধাপ এগিয়ে যাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চায়না চৌধুরী, জেলার কার্যকরী সদস্য এডভোকেট জাকিয়া সুলতানা চৈতি প্রমুখ।
উল্লেখ্য, রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন বাংলাদেশের একমাত্র মাঠ যেখানে ক্রিকেটের অনুশীলন ও খেলা অনুষ্ঠিত হয়। ১৯৯৯ সালে জাতীয় ক্রিকেট লীগের ভেন্যু নির্বাচিত হওয়ার পর থেকে স্থানীয়, বয়স ভিত্তিক ও জাতীয় ক্রিকেট লীগের বিভিন্ন খেলা এই মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এখানে মানসম্মত খেলা ও খেলোয়াড় তৈরিতে সুরক্ষিত মাঠ, উইকেট, ড্রেসিং রুম, ইনডোর প্রাকটিস সুবিধা, জিম ইত্যাদি সুবিধা পরিপূর্ণভাবে নাই।