কক্সবাজারে `বন্দুকযুদ্ধে' দুই মাদক ব্যবসায়ী নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা অংশে এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে ১টি ৭.৬৫ বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ১ লাখ ৩০ হাজার ইয়াবা ও তাদের ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার শাহ আলমের ছেলে আব্দুস সামাদ (২৭) ও যশোরের অভয় নগরের নাজমুল সরদারের ছেলে আবু হানিফ (৩০)। তারা দুইজনই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বার্তা২৪.কমকে জানান, একটি ট্রাকে করে ইয়াবা নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে মরিচ্যা এলাকায় চেকপোস্ট বসায় র‌্যাব। তল্লাশির সময় একটি ট্রাককে থামানোর সংকেত দিলেও পালিয়ে যেতে চেষ্টা করে। এরপর র‌্যাব সদস্যরা তাদের পিছু নেয়। পরে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে তারা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্র-ইয়াবাসহ তাদের দুইজনের লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন