পটুয়াখালীতে আয়কর প্রাদানের পরিমাণ বেড়েছে



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
আয়কর প্রাদানের পরিমাণ বেড়েছে। ছবি: বার্তা২৪.কম

আয়কর প্রাদানের পরিমাণ বেড়েছে। ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

করভীতি দূর হওয়াসহ সরকারের নানামুখী উদ্যোগ এবং দক্ষিণাঞ্চলে বিভিন্ন উন্নয়নের ধারাবাহিকতায় পটুয়াখালীতে আয়কর প্রদানের পরিমাণ এবং রিটার্ন জমা দানের সংখ্যা বেড়েছে। বিগত বছরের থেকে এ বছর ৩০ নভেম্বর পর্যন্ত গত ৫ মাসে আয়কর প্রদানের হার বেড়েছে ২৩ দশমিক ৫ শতাংশ এবং রিটার্ন জমাদানের হার বেড়েছে ১৪ দশমিক ১৯ শতাংশ। তবে এই ধারাবাহিকতা ধরে রাখাকেই বড় চ্যালেঞ্চ বলে মনে করছেন কর বিভাগ সংশ্লিষ্টরা।

পুরো দক্ষিণ উপকূলে চলছে সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড। এর মধ্যে রয়েছে পায়রা সমুদ্রবন্দর, পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদুৎ কেন্দ্রসহ রয়েছে ইপিজেড কিংবা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মতো মেগা সব প্রকল্প। এসব কারণে গত এক দশকে কৃষি ও মৎস্য নির্ভর দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক অবস্থা এবং মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটেছে।

পটুয়াখালী কর বিভাগের তথ্য অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড এ বছরের ১লা জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১ কোটি ৮৪ লক্ষ টাকা কর আদায়ের লক্ষ মাত্র নির্ধারণ করলেও ৩০ নভেম্বর পর্যন্ত পটুয়াখালী সার্কেলে গত ৫ মাসে ২ কোটি ১২ লক্ষ ৭৪ হাজার ২৯৯ টাকা কর আদায় করা হয়েছে। যা গত বছরে ছিল ১ কোটি ৭২ লক্ষ ৩৯ হাজার ৭১২ টাকা। এ ছাড়া রিটার্ন জমা হওয়ার সংখ্যাও গত বছরের থেকে এবার বেশি। গত বছর ৩০ নভেম্বর পর্যন্ত ৩৬৯৯ জন ব্যক্তি আয়কর রিটার্ন জমা দিলেও এবার ৩০ নভেম্বর পর্যন্ত ৪২২৪ জন ব্যক্তি রিটার্ন জমা দিয়েছেন।

করদাতা ও আয়কর আইজীবীরা বলছেন, বিগত সময়ের থেকে কর প্রদানে ভোগান্তি এখন অনেক কম এবং সহজ। যে কারনে দ্রুত কর প্রদান করা সম্ভব হচ্ছে।

পটুয়াখালী সার্কেলের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ মাহবুবুর রহমান জানান, কর বিভাগের এই অর্জন এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে কর দাতাদের আরও সচেতন করতে হবে। পাশপাশি কর বিভাগের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে গণমাধ্যমে ইতিবাচক প্রচার প্রচারণা প্রয়োজন।

চলতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমাদানের তারিখ শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় রাজস্ব বোর্ড আয়কর রিটার্ন দাখিলের জন্য আরও এক মাস সময় বৃদ্ধি করেছে। বর্ধিত এই সময়েও বিপুল অঙ্কের কর জমা পড়বে বলে আশাবাদী কর বিভাগ।

   

ঝোড়ো হাওয়াসহ ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানী ঢাকাসহ পাঁচ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন বার্তা দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর পরের ২৪ ঘণ্টা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আর শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা শুধু চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে বাগেরহাটের মোংলায় বৃহস্পতিবার (২৮ মার্চ) দেশের সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ১৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে শুক্রবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যা শনিবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে।

;

পাঁচ অঞ্চলের নদী বন্দরে সতর্কতা সংকেত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামসহ দেশের পাঁচ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলা হচ্ছে। এছাড়াও এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

;

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পররাষ্ট্র মন্ত্রণালয়কে মানবাধিকার সম্পর্কিত একটি নতুন শাখা চালু করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্প কুতুপালং এবং ভাসানচর পরিদর্শনের জন্য বৈঠকে প্রস্তাব করা হয়।

কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শাহরিয়ার আলম, নাহিম রাজ্জাক, নিজাম উদ্দিন জলিল, নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান, সাইমুম সারওয়ার, জারা জাবীন মাহবুব অংশ নেন।

 

;

ঢাকাসহ ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকাসহ দেশের আট জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলা হচ্ছে।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

;