কুমিল্লায় ফেনসিডিলবাহী বাসের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

কুমিল্লায় বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

কুমিল্লায় বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

কুমিল্লার চান্দিনায় ফেনসিডিলবাহী একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন বাসযাত্রী।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত কামাল হোসেন মজুমদার (৩৫) ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং কুমিল্লা জেলার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি জেলার মনোহরগঞ্জ উপজেলার খিলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীরা জানায়, আজ দুপুরে দ্রুতগতির ঢাকামুখী সততা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাস ও মোটরসাইকেলটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সে সময় দুর্ঘটনা কবলিত বাসটির ভেতর ফেনসিডিরের বোতল ছড়িয়ে ছিলো।

বিজ্ঞাপন

ময়নামতি হাইওয়ে থানার ওসি মো.সাফায়েত হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। এ সময় ছড়িয়ে থাকা অন্তত ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মনে হচ্ছে কোনো যাত্রী ফেনসিডিল বহন করছিলো। মোটরসাইকেল ও বাসটি উদ্ধার করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার দুপুরে একই উপজেলার লনাই গ্রামে ট্রাক্টর চাপায় নাঈম (৮) নামের এক শিশু নিহত হয়েছে। উপজেলার বরকরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার শিপন জানান, মাটিবাহী একটি চলন্ত ট্রাক্টর থেকে লাফ দেয় শিশু নাঈম। এতে মাথায় আঘাত পেয়ে মারা যায় সে।