সচেতনতা বাড়াতে হেঁটে ময়মনসিংহে গেলেন রিফাত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বৃক্ষ রোপণ, পরিবেশ রক্ষা এবং মাদককে না বলা- এই তিন বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে পায়ে হেঁটে সুনামগঞ্জ থেকে ময়মনসিংহে পৌঁছেছেন রিফাত জামিল রিয়াদ (২০) নামের এক যুবক।

ভ্রমণ পিপাসু রিফাত সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের আলী আকবরের ছেলে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র।

বিজ্ঞাপন

রিফাতের সাথে কথা বলে জানা গেছে, গত ১৭ জানুয়ারি বেলা পৌনে ১২টায় তিনি নিজ গ্রামের বাড়ি থেকে রওনা হয়ে রাত সোয়া ৭টায় নেত্রকোণা সদরের বাংলাবাজারে এসে পৌঁছান। ওইদিন তিনি পায়ে হাঁটেন ৩৫ কিলোমিটার। পরদিন বিশ্রাম নিয়ে ১৯ জানুয়ারি বেলা ১১ টায় নেত্রকোণা বাসস্ট্যান্ড এলাকা থেকে রওনা করে ১৮ কিলোমিটার পথ হেঁটে শ্যামগঞ্জ বাজারে দুপুরের খবার খান। সেখান থেকে রওনা হয়ে আরও ১৭ কিলোমিটার পথ হেঁটে রাত ৭টায় ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় পৌঁছান।

যাত্রাকালে রিফাত রাস্তায় মাস্ক বিতরণ করেন এবং পথে বিভিন্ন এলাকায় তার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছাও জানান।

বিজ্ঞাপন

রিফাত জামিল রিয়াদ বলেন, ‘জীবনের বাস্তবতাকে দেখার খুব ইচ্ছে। হেঁটে গ্রাম বাংলাসহ সুন্দর নিদর্শনগুলো দেখার শখ থেকেই হাইকিং শুরু করেছিলাম। এখন দেশের প্রতিটি জেলায় হেঁটে যাওয়ার ইচ্ছা আছে। আমি সবধরণের মানুষের কাছে যেতে চাই, অনেক কিছু শিখতে চাই।’