গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে ভারতীয় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাজীপুরে শিশু উন্নয়ন কেন্দ্র থেকে এক কিশোর কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরের নাম রিজু উদ্দিন (১৭)। সে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার আব্দুর গফুর মোল্লার ছেলে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের একটি আসামি সেলে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, 'শিশু উন্নয়ন কেন্দ্রে ঘটনাটি কি কারণে ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে। বাথরুমের গ্রিলের সঙ্গে গামছা পেঁচানো গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সে কিশোরগঞ্জ থানার একটি মামলায় অভিযুক্ত হয়ে এখানে আসে। এখানে আসার পর সে কারও সঙ্গে মিশতো না।'
টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার ডা. হেলাল উদ্দিন মরদেহটি উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। রিজু উদ্দিনকে কিশোরগঞ্জ জেলা থেকে একটি মাদক মামলায় আটক করে টঙ্গী শিশু উন্নয়ন (বালক) কেন্দ্রে রাখা হয়।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই রিজুদ্দিনের মৃত্যু হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাবে না।