ত্রিশাল উপজেলা শ্রমিক লীগের সভাপতি-সম্পাদককে অব্যাহতি
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নবী নেওয়াজ সরকারের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিছুজ্জামানের নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করার অভিযোগে উপজেলা শ্রমিক লীগের সভাপতি সুহেল মাহমুদ সুমন ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমনকে অব্যাহতি দিয়েছে জাতীয় শ্রমিক লীগ।
রোববার (৩১ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় ত্রিশাল উপজেলা শ্রমিক লীগের সভাপতি সুহেল মাহমুদ সুমন ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তথা নৌকার প্রতীকের বিপক্ষে প্রচার প্রচারণায় যুক্ত থাকায় বারবার মৌখিক সতর্ক করা হয়। এরপরও সংশোধন না হয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী এবিএম আনিছুজ্জামানের পক্ষে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে উপজেলা কমিটি থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।