হাতিয়ায় চাল ও গ্যাস সিলিন্ডার নিয়ে ট্রলার ডুবি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নের ক্যারিংচর সংলগ্ন মেঘনা নদীতে সরকারি চাল ও গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ট্রলারের মাঝিসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়ার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ৫০টি গ্যাস সিলিন্ডার ও ১৫৯ মেট্রিকটন সরকারি চাল নিয়ে আল্লাহর দান নামে একটি ট্রলারে করে তমরুদ্দিনের উদ্দেশ্যে রওয়ানা হয়। ট্রলারটি ক্যারিংচর এলাকায় মেঘনা নদীর প্রবল স্রোতে ডুবে যায়। ট্রলারটিতে মাঝি–মাল্লা ছাড়া কোন যাত্রী ছিল না। পরে তাদের পার্শ্ববর্তী একটি ট্রলার এসে উদ্ধার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত জানান, ডুবে যাওয়া ট্রলারের মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন