সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সন্তানসহ শিক্ষিকার মৃত্যু
সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে ট্রাক ও বাস চাপায় পুত্র-কন্যাসহ শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন।
রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে শহরের এস. বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুনী খাতুন (৩০) বনবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী। তার ছেলে আদি (১২) ও আহত সায়েবা (৬)।
আহত অটোরিকশা চালক চান মিয়া (২৫) পৌর এলাকার একডালা সুইচগেট এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে কাউন্সিলর আরজু জানান, নিহত রুনী চশমা মেরামতের জন্য ছেলে ও মেয়েকে নিয়ে অটোরিকশাযোগে শহরে যাচ্ছিলেন। এস. বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় পৌঁছলে যাত্রাবাহী একটি বাস ট্রাককে ওভারটেক করছিল। এ সময় বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে অটোরিকশাটি ট্রাকের মুখোমুখি হয়ে ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু আদিসহ রুনী মারা যান। এতে গুরুতর আহত হয় চালক ও রুনীর মেয়ে সায়েবা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক সায়েবাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।