প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, আশীর্বাদ: ডেপুটি স্পিকার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া

ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া প্রতিবন্ধী শিশুর অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সমাজের আশীর্বাদ। প্রতিবন্ধীদের অভিশাপ মনে করবেন না। যাদের পরিবারে প্রতিবন্ধী রয়েছে, তাদের প্রতি আল্লাহর রহমত থাকে।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধীদের থেরাপি ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র গাইবান্ধার উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর।

এতে আরও বক্তব্য রাখেন- সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার আবু সুফিয়ান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন, থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু প্রমুখ।

বিজ্ঞাপন