মানিকগঞ্জে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় প্রাইভেটকার চাপায় ফয়সাল হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর সড়কের বেতিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে গুরুতরভাবে আহত হন ফয়সাল। পরে স্থানীয়রা ফয়সালকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।