সাদুল্লাপুরে ১০ টাকা কেজির চাল থেকে বঞ্চিত ১৫০ কার্ডধারি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ,বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

সাদুল্লাপুরে ১০ টাকা কেজির চাল থেকে বঞ্চিত ১৫০ কার্ডধারি

সাদুল্লাপুরে ১০ টাকা কেজির চাল থেকে বঞ্চিত ১৫০ কার্ডধারি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১৫০ জন কার্ডধারি ১০ টাকা কেজি দরে চাল ক্রয়ে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে।

ধাপেরহাট ইউপির দায়িত্বশীলদের বিরুদ্ধে এমন অভিযোগপত্র ইউএনও’র বরাবরে দাখিল করেছে ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

জানা যায়, সাদুল্লাপুর উপজেলার অসহায়-দরিদ্র মানুষদের জন্য সরকারিভাবে বাস্তবায়িত হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি। খাদ্য সংকট মোকাবিলার লক্ষ্যে এ কর্মসূচির সুবিধাভোগীরা ১০ টাকা কেজি দরে চাল ক্রয় করে চলছেন। প্রত্যেক মাসে তাদের ৩০ কেজি চাল কেনার সুযোগ রয়েছে তাদের। সরকারের এমন সুবিধাভোগ করে অনেকে স্বাভাবিক জীবনযাপন করছেন।
এরই ধারাবাহিকতায় উপজেলার ধাপেরহাট ইউনিয়নেও চালু রয়েছে কর্মসূচিটি। তবে এখানে রয়েছে ভিন্ন কৌশলী চিত্র।

সম্প্রতি ওই পরিষদের দায়িত্বশীলরা নিজ স্বার্থ হাসিলের লক্ষ্যে ১৫০ জন সুবিধাভোগীর কাছ থেকে কার্ডগুলো জমা নেয়। নতুন করে কার্ড দেয়ার কথা বলে তাদের কাছ থেকে পুরাতন কার্ডগুলো নেয়া হয়। এরপর ভুক্তভোগীরা তাদের কার্ড চাইলে নানা টালবাহনা করে আসে। এমন পরিস্থিতির কারণে চাল উত্তোলনে বঞ্চিত রয়েছে ওইসব কার্ডধারি মানুষরা। যার ফলে করোনার লকডাউনে কর্মহীন কার্ডধারী মানুষরা অতি কষ্টে জীবিকা নির্বাহ করে চলছেন।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করা শর্তে চাল বঞ্চিত কয়েকজন ভুক্তভোগী জানান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ দায়িত্বশীলরা তাদের নিজ স্বার্থ হসিলের জন্য আমাদের চাল বিতরণ বন্ধ করেছে। এখন চাল তুলতে না পারায় টাকার অভাবে অন্ন যোগাতে হিমসিম খেতে হচ্ছে।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) প্যানেল চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, অনেকের নাম ডাবল হওয়ায় ১০-১২ জনকে বাতিল করা হয়েছে কিন্তু ১৫০ জনকে বাদ দেয়ার বিষয়টি ভিত্তিহীন।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।