বৈদ্যুতিক তারে ঝুলে থাকা যুবককে দেড়ঘণ্টা পর জীবিত উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুর নগরীর একটি বৈদ্যুতিক খুঁটির তারে প্রায় দেড় ঘণ্টা ঝুলন্ত থাকা এক অজ্ঞাত যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।

সোমবার (২৬ এপ্রিল) ভোরে নগরীর টার্মিনাল রোডস্থ করণজাই ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার যুবকের নাম পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার ফজরের নামাজের সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। শব্দ শুনে তারা বাইরে বেরিয়ে বিদ্যুতের খুঁটিতে আগুন ও তারে আটকা পড়া এক যুবককে দেখতে পান।

এ ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ উদ্ধার কর্মীরা আসতে দেরি হওয়ায় মৃত্যু যন্ত্রণায় দেড় ঘণ্টার বেশি সময় তারে ঝুলন্ত থাকতে হয় যুবকটিকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুলন্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিজ্ঞাপন

রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম শামসুজ্জোহা বলেন, কিভাবে ওই যুবক বিদ্যুতায়িত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে অজ্ঞাত পরিচয়ের ওই যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।