‘হাওরে বিষ প্রয়োগ বন্ধ করতে হবে’
-
-
|
![ছবি: বার্তা২৪.কম](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2025/Jan/11/1736590756664.jpg)
ছবি: বার্তা২৪.কম
সুনামগঞ্জে হাওর ও জীববৈচিত্র্য রক্ষায় করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো: আখতারুজ্জামান। এর আগে প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো: আখতারুজ্জামান বলেন, হাওরে বিষ দিয়ে যারা মাছ ধরে তাদেরকে প্রতিহত হবে। পাশাপাশি বিল কিংবা জলাশয় যারা মাছ ধরে তাদেরকেও প্রতিহত করতে হবে। অনেকেই বলেছেন যে বিষ দিয়ে ধরা হয়, কোন প্রশ্ন হলো আপনারা কি কখনো তাদের রিকোয়েস্ট করেছেন যে বিষ দিয়ে মাছ ধরতে পারেন না। শুধু ডিসি সাহেব বলবেন কেন? এসপি সাহেব বলবেন কেন? আমাদের প্রত্যেকেরই তো নিজস্ব কাজ আছে, নিজস্ব কাজ বাদ দিয়ে সে আরেকটা কাজ করবে সেক্ষেত্রে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কীভাবে সম্ভব।
তিনি বলেন, প্রাথমিকভাবে তাদেরকে বলতে হবে যে বিষ প্রয়োগ করে মাছ ধরা যাবে না, তারপর যদি না শুনে তাহলে ম্যাজিস্ট্রেটকে বা ইউএনওকে ফোন দিন তারা আইনানুগ ব্যবস্থা নিবেন। কিন্তু আপনি যদি বলেন ইউএনও সাহেব কিছু করলো না, তাহলে আপনি কি করছেন? সুতরাং আপনাকেও কিছু করতে হবে। এই জিনিস গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।
তিনি আরও বলেন, হাওরের মানুষ কি সারা জীবন লুঙ্গি আর গামছা পড়ে থাকবে? তাদের সন্তানরাও কি তাই করবে? তাদের সন্তানরা কেন ইউরোপে গিয়ে গাড়ি চালাবে না, তারা কেন কোরিয়া যাবে না? মাইগ্রেশন চেঞ্জ করতে হবে। হযরত মুহাম্মদ (সা:) তিনিও তো মাইগ্রেশন করেছিলেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন। আমাদেরও মাইগ্রেশন করতে হবে, হাওরাঞ্চলে বেড়ে উঠেছেন বলে হাওরপাড়েই কেন থাকতে হবে। পরে তিনি হাওরের জীববৈচিত্র্য রক্ষা করতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাব্বির আহমেদ আকুঞ্জি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকির হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন সুজন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।