বরিশাল বিভাগে করোনায় নতুন শনাক্ত ১৯৩
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৩ জনের শরীরে করোনার সংক্রামণ শনাক্ত হয়েছে। একই সময়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫ জন এবং পিরোজপুর ও বরগুনা জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, বরিশাল জেলায় নতুন শনাক্ত ৬৭ জন নিয়ে মোট ৭ হাজার ৭০৮ জন, পটুয়াখালী জেলায় নতুন ২০ জন নিয়ে মোট ২৪৫৬ জন, ভোলা জেলায় নতুন ১০ জন সহ মোট ২০৪৭ জন, পিরোজপুর জেলায় নতুন ৬৩ জন নিয়ে মোট ২১৪২ জন, বরগুনা জেলায় নতুন ১৫ জন নিয়ে মোট আক্রান্ত ১৪১০ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১৮ জন সহ মোট আক্রান্ত হয়েছেন ১৬২৯ জন।
বিভাগে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩০৩ জন। বিভাগের ছয় জেলায় মোট করোনায় আক্রান্ত ১৭ হাজার ৩৯২ জন আর সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯৬১ জন।