ধামরাইয়ে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, (সাভার) ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

ঢাকার ধামরাইয়ে শামেলা বেগম (৪০) নামে তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বাড়ির পাশেই মসজিদের এক ইমামের সাথে তার পরকিয়া সম্পর্ক ছিল বলে অনেকেই জানিয়েছেন। তবে হত্যা না আত্মহত্যা তা জানা যায়নি।

বৃহস্পতিবার (১ জুলাই) ভোর রাতে মৃত্যুর ঘটনাটি ঘটেছে উপজেলার সূয়াপুর ইউনিয়নের দক্ষিণ রৌহারটেক গ্রামে।

বিজ্ঞাপন

নিহত শামেলা বেগমের স্বামী কালাচান মিয়া ২ বছর আগে মৃত্যুবরণ করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শামেলা বেগমের সাথে দক্ষিণ রৌহারটেক মসজিদের ঈমাম আশরাফুল ইসলামের পরকীয়া সম্পর্ক ছিল। গত দুই দিন পূর্বে আশরাফুলকে বিয়ের জন্য চাপ দিলে তিনি শামেলা বেগমকে বিয়ে করতে পারবে না বলে জানান। পরে শামেলা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাবের কাছে বিচারের জন্য যায়। চেয়ারম্যান তাকে থানায় গিয়ে আইনের আশ্রয় নিতে বলেন। কিন্তু ভোর রাতে শামেলা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা বলেন, কয়েক দিন পূর্বে স্থানীয় কয়েকজন মাতব্বর আশরাফুল ইসলামের বিচারও করে। কিন্তু শামেলা বেগমকে সঠিক বিচার পাইয়ে দেয়নি। মৃত্যুর ঘটনা জানার পর ওই মসজিদের ঈমাম আশরাফুল পলাতক রয়েছে। আর কতিপয় মাতব্বর কারও সামনে আসছেনা।

এ বিষয়ে সূয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব বলেন, শামেলা বেগম আমার কাছে বিষয়টি জানালে আমি তাকে পুলিশের আশ্রয় নিতে বলেছিলাম।

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, ঘটনাস্থলে এসেছি। মৃত্যুর কারণ যাচাই-বাছাই করা হচ্ছে।