সাভারে ট্যানারি শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, (সাভার) ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাভারের হেমায়েতপুর বিসিক শিল্প নগরীর মুক্তি ট্যানারির ভিতর থেকে মাহবুবুর রহমান (৫০) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত মাহবুবুর রহমান লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার মৃত মৌলভী আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় এক শ্রমিক জানায়, শনিবার (৩ জুলাই) ভোর ৬টার দিকে তিনি জানালা দিয়ে মুক্তি ট্যানারির দ্বিতীয় তলায় ঝুলন্ত অবস্থায় মাহবুব রহমানের মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি ট্যানারি ফাঁড়িতে জানানো হলে পুলিশ এসে মাহবুবুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মাহবুবুর রহমান দীর্ঘদিন যাবৎ দেনায় জর্জরিত ছিল। দেনা পরিশোধের জন্য তার একটি জমি ব্যাংকে মর্টগেজ রাখা হয়েছিল। সম্প্রতি সেটিও নিলাম হয়ে যাওয়ায় পারিবারিক ভাবে হতাশাগ্রস্ত থাকায় আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সাভার বিসিক শিল্প নগরীর ট্যানারি ফাঁড়ির ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।