নওগাঁয় বাড়ছে নদ-নদীর পানি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

অতি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েই চলেছে নওগাঁর সবকটি নদ-নদীর পানি।

রোববার (৪ জুলাই) বেলা ১২টায় নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ছোট যমুনার ব্রিজ পয়েন্টে পানি বেড়ে ১৪.২০ সেন্টিমিটার এবং আত্রাই নদীর শিমুলতলী পয়েন্টে পানি বেড়ে ১৭.৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান জানান, গেল কয়েকদিনের অতি বৃষ্টির ফলে জেলার ছোট বড় সব নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে, ছোট যমুনা নদীর পানি বিপৎসীমার ১.২৪ সেন্টিমিটার এবং আত্রাই নদীর পানি বিপৎসীমার ২.৩৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ছোট যমুনা নদীর পানি লিটন ব্রিজ পয়েন্টে বেড়ে ১৪.২০ সেন্টিমিটার এবং আত্রাই নদীর শিমুলতলী পয়েন্টে পানি বেড়ে ১৭.৭২ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে জেলার বেশ কয়েকটি বাঁধ হুমকির সম্মুখীন ও নিম্নাঞ্চল পালিত হওয়ার আশঙ্কা করছেন বলেও জানান তিনি।