সুনামগঞ্জ হাসপাতাল সড়কের বেহাল দশা, দুর্ভোগ হাজারো রোগী
সুনামগঞ্জ শহরের হাছন নগর এলাকার সদর হাসপাতালের সামনের সড়ক দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জেলা সদরের ২৫০ শয্যার হাসপাতালে আসা রোগী ও এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সুনামগঞ্জ সদর হাসপাতাল, সুনামগঞ্জ সরকারি কলেজ, হাছন নগর এলাকার হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে অতি কষ্টে যাওয়া আসা করছেন। বিশেষ করে অসুস্থ ও গর্ভবতী মায়েদের যাতায়াত কষ্টকর হয়ে ওঠেছে।
বুধবার (৭ জুলাই) সরেজমিনে দেখা যায়, হাসপাতালের সামনের অংশে সড়ক ভেঙে লাল ইটের টুকরো বের হয়ে আছে। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের হাসপাতালের সামনে দুর্ভোগে পড়তে হচ্ছে। বৃষ্টির পানি জমে থাকায় প্রায়ই এখনে দুর্ঘটনা ঘটছে যা প্রতিনিয়ত বাড়ছে। গত কয়েক দিনের বৃষ্টিতে এই সড়ক আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়েছে।
অত্র এলাকার বাসিন্দা নান্টু রায় বলেন, অনেক বছর হয়েছে হাসপাতাল সড়কের সংস্কার হচ্ছে না। এ সড়ক চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।
অটোরিকশা চালক রফিকুল ইসলাম বলেন, রোগী নিয়ে আসলে এখানে এসে কষ্টে পড়েন তারা। এই সড়ক দিয়ে গাড়ি নিয়ে আসতে ভয় হয়। একবার আমার অটো রিকশার চাকা খুলে গিয়েছিলো। এরপর থেকে হাসপাতাল সড়ক দিয়ে আসতে চাই না।
সদর হাসপাতালে আসা রোগী নয়ন মিয়া বলেন, এতো বেশি ভাঙা সড়ক, কেউ কি দেখার নেই। বয়স্ক ও অসুস্থদের জন্য এই সড়ক ভয়ের পথ হয়ে আছে।
রুজিনা নামের এক বাসিন্দা বলেন, সড়কের কাজের কথা বললেই জনপ্রতিনিধিরা বৃষ্টির দোহাই দেন। আবার শীতের মৌসুমেও কাজ করান না। কয়েক বছর হয়ে গেছে সদর হাসপাতাল সড়কের সংস্কার কাজ হচ্ছে না। শহরের সব কয়টি সড়কের চেয়ে এই সড়ক ভালো থাকার কথা।
সাগর মিয়া নামের আরেক বাসিন্দা বলেন, জেলা সদরের একমাত্র হাসপাতালে পুরো জেলা থেকে লোকজন আসেন। হাসপাতালের সামনে এসে কষ্টে পড়তে হয় সকলকে। মানুষের দাবি দ্রুত এই সড়ক সংস্কার হোক।
সুনামগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ ইয়াসিনুর রশিদ বলেন, সদর হাসপাতাল সড়কের কাজের দরপত্র হয়েছে। বিটুমিনের কাজ বৃষ্টির জন্য বন্ধ রাখা হয়েছে। বৃষ্টির মৌসুম চলে গেলে সড়কের কাজ শুরু হবে। জনগণ দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।