অপহরণের ২০ ঘণ্টা পর শ্রমিক নেতা উদ্ধার

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

সাভারে শ্রমিক নেতা উদ্ধার

সাভারে শ্রমিক নেতা উদ্ধার

অপহরণের ২০ ঘণ্টা পর সাভারের আশুলিয়া থেকে এক শ্রমিক নেতাকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে আশুলিয়া পুলিশ ফাঁড়ি থেকে তাকে উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সাভারের কলমা এলাকার নিজ বাড়ি থেকে সাভার, আশুলিয়া ও ধামরাই টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেবকে (২৬) অপহরণ করে নিয়ে যান আশুলিয়ার চাঁনগাও এলাকার কথিত যুবলীগ নেতা রাজু আহমেদের বডিগার্ড আব্বাস। এসময় তাকে গৌরিপুর এলাকায় একটি গোডাউনে নিয়ে রাতভর মারধর করেন রাজু আহমেদ ও তার লোকজন। পরে আজ দুপুরে অপহৃত শ্রমিক নেতার স্ত্রী সুলতানা পারভীন সাভার মডেল থানায় রাজু আহমেদের নামে অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযোগের পরেই রাজু আহমেদের লোকজন ওই শ্রমিক নেতাকে মারধর শেষে আশুলিয়া পুলিশ ফাঁড়িতে পৌঁছে দিলে সাভার মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা সেবা দেন। এ ঘটনায় স্থানীয় শ্রমিক নেতারা অপহরণকারী রাজু আহমেদকে দ্রুত গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসীর অভিযোগ কথিত যুবলীগ নেতা রাজু আহমেদ নিজ এলাকাসহ বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এলাকাবাসী অবিলম্বে এই গ্যাস চোরাকারবারিকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন