ধামরাইয়ে লকডাউন অমান্য করায় লক্ষাধিক টাকা জরিমানা

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঢাকার ধামরাইয়ে লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানায় মোট ৫টি মামলায় ১ লাখ ১৫ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৭ আগস্ট) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নুরুল ইসলাম।

বিজ্ঞাপন

এসময় ধামরাই বাজারের রোবানা ইলেকট্রনিক্সকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘোরাঘুরিসহ একাধিক অভিযোগে মোট ৫টি মামলায় ১ লাখ ১৫ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নুরুল আলম বার্তা২৪.কম-কে বলেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সারা দেশে কঠোর লকডাউন পালন করা হচ্ছে। লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিজ্ঞাপন