খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ কালে বেগম খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে ডিএমপি'র তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ আবুল হাসান(৪০)।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর মনিপুরি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এ দিন রাত সোয়া ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ২০১৫ সালে এপ্রিল মাসের ২০ তারিখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় গত ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি গ্রেফতারকৃত আবুল হোসেন।

বিজ্ঞাপন

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু আছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।