বেইজিং থেকে রওনা দিয়েছে ১৭ লাখ ডোজ টিকা
কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা বেইজিং থেকে বাংলাদেশ সময় ভোর ৫টা ২৫ মিনিটে ছেড়ে গেছে। আজ সকালে এ টিকা ঢাকায় পৌঁছাবে।
মঙ্গলবার (১০ আগস্ট) সকালে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের মিশন উপ-প্রধান হুয়ালং ইয়ান তার ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অচিরেই চীন ও বাংলাদেশ টিকা উৎপাদনে করতে যাচ্ছে।
চীন এ পর্যন্ত প্রায় ১০০টি দেশে ভ্যাকসিন সরবরাহ করেছে এবং কোভ্যাক্সের আওতায় প্রথম ব্যাচে আরও এক কোটি ডোজ টিকা সরবরাহ করবে বলে জানিয়েছে। অনেক উন্নয়নশীল দেশেই চীনের ভ্যাকসিন প্রথমে পেয়েছে।
গত জুন মাসে চীনের সিনোভ্যাকের করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ।