প্রবাসীদের অর্থ হাতিয়ে নেওয়া চক্রের তিনজন গ্রেপ্তার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

রাজশাহীর বাঘায় ইমো হ্যাক করে প্রবাসীদের অর্থ হাতিয়ে নেওয়া চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাতে উপজেলার মীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন- বাঘার ভানুকর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৪), আলী আশরাফের ছেলে শান্ত হক (২৩) এবং মোহদীপুর গ্রামের মৃত খেলাফত মণ্ডলের ছেলে সুরমান আলী (৪৩)।

বিজ্ঞাপন

তাদের কাছ থেকে নগদ ৪ লাখ ৮২ হাজার ৩২২ টাকা, ১৪টি মোবাইল ফোন এবং ৩২টি সিমকার্ড জব্দ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, এ নিয়ে থানায় মামলাও করা হয়েছে।

barta24

বিজ্ঞাপন

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বাঘায় এ ধরনের প্রতারক চক্র আছে। তারা ইমোর মাধ্যমে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে। একপর্যায়ে কৌশলে তারা ইমোর পাসওয়ার্ড হাতিয়ে নেয়। আর প্রবাসীরা এখন বিকাশের মাধ্যমে টাকা পাঠায়। ইমো হ্যাক হয়ে যাওয়ায় এই টাকাও প্রতারকরা তুলে নিতে পারে। এই চক্রের কয়েকজন গ্রেপ্তার হয়েছে। অন্য সদস্যদের তারাও গ্রেপ্তারের চেষ্টা করছেন।