রামেকের করোনা ইউনিটে আরও ১০ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে এই ১০ জন মারা গেছেন। এর মধ্যে নাটোরের চারজন, নওগাঁর তিনজন, রাজশাহীর দুজন এবং চুয়াডাঙ্গার একজন করে রোগী ছিলেন।
এদের মধ্যে নওগাঁর দুজন এবং রাজশাহী ও নওগাঁর একজন করে করোনা পজিটিভ ছিলেন। নওগাঁর আরেকজন করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন। অন্য পাঁচজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
মৃত ১০ জনের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে ২২৫ জনের মৃত্যু হলো। জুলাই মাসে মারা গেছেন ৫৩১ জন। আর জুনে মারা গেছেন ৪০৫ জন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন। ছাড়পত্র পেয়েছেন ৩৯ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ২৯৯ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি।
রোববার জেলায় মোট ৪৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১২ দশমিক ৫৮ শতাংশ।