বগুড়ায় ট্রাক চাপায় গার্মেন্টস কর্মী নিহত
বগুড়ায় ট্রাক চাপায় রাজকুমার দেবনাথ রিপন (৩৬) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া -ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন বগুড়ার সান্তাহারের বাদল চন্দ্র দেবনাথের ছেলে। তিনি ঢাকার মহাখালীতে একটি পোশাক তৈরী কারখানায় সুইং অপারেটর পদে কাজ করতেন।
শুক্রবার সকালে রিপন দেবনাথ বাড়িতে ছুটি কাটিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন। সকাল সাড়ে ৭টার দিকে তিনি শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় টিএমএসএস ফিলিং স্টেশনে কাছে পৌঁছান। এসময় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় তিনি মহাসড়কে পড়ে যান। এরপর ওই ট্রাকের পিছনের চাকা রিপনের মাথার উপর দিয়ে যায়। এতে হেলমেটের মধ্যেই তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেন।
হাইওয়ে পুলিশের শেরপুর ক্যাম্পের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সকালে মহাসড়কে যানবাহন কম থাকায় ট্রাকটি দ্রুত সময়ে পালিয়ে গেছে।