ময়মনসিংহ বিআরটিএ কার্যালয়ে র‌্যাবের অভিযান, ১৪ দালাল আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহ বিআরটিএ কার্যালয়ে র‌্যাবের অভিযান

ময়মনসিংহ বিআরটিএ কার্যালয়ে র‌্যাবের অভিযান

ময়মনসিংহের বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) কার্যালয়ে অভিযান চালিয়ে ১৪ দালালকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব ময়মনসিংহ -১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আখের মোহাম্মদের নেতৃত্বে রোববার (০৫ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করে বিআরটিএ অফিসে।এ সময় দালালি করতে আসা ১৪ জনকে আটক করে র‌্যাব।

বিজ্ঞাপন

আটকের পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মণ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১৪ দালালকে জরিমানাসহ সাজা প্রদান করেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া মেজর আখের মোহাম্মদ জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিআরটিএ কার্যালয় থেকে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদ দ্রুত ও সহজে করে দেওয়ার কথা বলে সেবাপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করতো। অনেক সময়ই সেবা প্রার্থীদের সেবা দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নিতো তারা।

বিজ্ঞাপন

এ বিষয়ে ময়মনসিংহ বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক সাইফুল কবীর বলেন, অফিসের সাথে আটককৃত দালালদের কোন সম্পৃক্ততা নেই।