মানিকগঞ্জে অবৈধ জাল জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

মানিকগঞ্জে অবৈধ জাল জব্দ

মানিকগঞ্জে অবৈধ জাল জব্দ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৫০টি অবৈধ চায়না দুয়ারি ও ৩০টি কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ জাল বিক্রির দায়ে রুস্তম আলী নামের এক ব্যসায়ীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু দারদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ওই জাল জব্দ করে ধ্বংস ও জাল বিক্রেতাকে কারাদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত জাল বিক্রেতা জেলার শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার সামসুদ্দিনের ছেলে রুস্তম আলী (৬০)।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস.এম আবু দারদা বলেন, চায়না দুয়ারি এবং কারেন্ট জাল মজুদ, বিক্রি নিষিদ্ধ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এ সমস্ত জাল মজুদ ও বিক্রি করার দায়ে রুস্তম আলীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর তার নিকট থেকে উদ্ধার হওয়া জাল জব্দ করে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন