মানিকগঞ্জে অবৈধ জাল জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
মানিকগঞ্জে অবৈধ জাল জব্দ

মানিকগঞ্জে অবৈধ জাল জব্দ

  • Font increase
  • Font Decrease

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৫০টি অবৈধ চায়না দুয়ারি ও ৩০টি কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ জাল বিক্রির দায়ে রুস্তম আলী নামের এক ব্যসায়ীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু দারদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ওই জাল জব্দ করে ধ্বংস ও জাল বিক্রেতাকে কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত জাল বিক্রেতা জেলার শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার সামসুদ্দিনের ছেলে রুস্তম আলী (৬০)।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস.এম আবু দারদা বলেন, চায়না দুয়ারি এবং কারেন্ট জাল মজুদ, বিক্রি নিষিদ্ধ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এ সমস্ত জাল মজুদ ও বিক্রি করার দায়ে রুস্তম আলীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর তার নিকট থেকে উদ্ধার হওয়া জাল জব্দ করে ধ্বংস করা হয়।

   

হবিগঞ্জে নদীর পাড় থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

হবিগঞ্জের লাখাই উপজেলায় রিবন রুপা দাস (৪০) নামের এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ( ১২ মে) বিকালে উপজেলার ঝনঝনিয়া নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়। এসময় মরদেহের পাশ থেকে তিনটি বিষের বোতল উদ্ধার করা হয়।

রিবন দাশ উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

লাখাই থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদরে হাসপাতালের মর্গে প্রেরণ করেছে ।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানায়, রোববার (১১ মে) বিকেলে মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশের উপ-পরিদর্শক আক্তারুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনা স্থলে পৌঁছে অজয় দাশের স্ত্রী রিবন রুপা দাস (৪০)কে ঝনঝনিয়া নদীর পাশে মৃত অবস্থায় উদ্ধার করে। এরপর হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মৃত মরদেহের পাশে ৩টি বিষের বোতল উদ্ধার করা হয়েছে।

মৃতের শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন নেই বলে জানান ওসি।

;

বর্ষার আগেই ভাবাচ্ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশে গত ২৪ ঘণ্টায় ৪৬ জন মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা দুই হাজার ৪৬০ জনে পৌঁছেছে। তবে এ সময় কারোর মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ জনেই রইলো। 

রোববার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানাও হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকার বাসিন্দা ১৭ জন আর বাকিরা ঢাকার বাইরের। আক্রান্তদের মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ১৭ জন। এসময়ের মধ্যে হাসপাতাল ছেড়ে গেছেন ৩৩ জন।

আর চলতি বছরের শুরু থেকে এ সংখ্যা দুই হাজার ২৯১ জন। 

;

বেনাপোলসহ চার বন্দরে অনলাইন পোর্ট ট্যাক্স চালু, কমবে ভোগান্তি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
বেনাপোল বন্দর

বেনাপোল বন্দর

  • Font increase
  • Font Decrease

বেনাপোলসহ দেশের ৪টি স্থলবন্দরে যাত্রী সেবা বাড়াতে অনলাইন পোর্ট ট্যাক্স দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। এতে ভারত ভ্রমণকারীদের ভোগান্তি কমে আসবে বলে মনে করা হচ্ছে।

রোববার (১২ মে) দুপুর ১২টায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী।

এ সেবার আওতায় অন্য তিন বন্দর হলো- বাংলাবান্ধা, বুড়িমারী ও নওগাঁ স্থলবন্দর।

জানা গেছে, বিকাশ, নগদ, রকেট, উপায় ও ক্রেডিট এবং ব্যাংকিং কার্ডের মাধ্যমে পোর্ট ট্যাক্স ফি পরিশোধ করা যাবে। বর্তমান যাত্রী প্রতি বন্দর ট্যাক্স ফি নির্ধারণ করা হয়েছে ৫৪ টাকা ৫২ পয়সা।

অনলাইন সেবা চালুর ফলে পাসপোর্টধারীদের সময় সাশ্রয় ও ভোগান্তি কমবে বলে মনে করছেন স্থলবন্দর চেয়ারম্যান ও বন্দর পরিচালকেরা।

প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ছয় হাজার যাত্রী যাতায়াত করে। এতে প্রতিবছর বেনাপোল স্থলবন্দরে ভ্রমণ খাতে প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আয় হয় এবং পোর্ট ট্যাক্স খাতে আয় হয় প্রায় ১০ কোটি টাকা।

যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় স্থলপথে ভারত-বাংলাদেশে যাতায়াতকারী যাত্রীদের ৯০ শতাংশই বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে। ভারত যাতায়াতে পাসপোর্টধারীদের বর্তমানে এক হাজার টাকা ভ্রমণ ট্যাক্স এবং ৫৫ টাকা পোর্ট ট্যাক্স পরিশোধ করতে হয়। এর মধ্যে ভ্রমণ ট্যাক্স সোনালী ব্যাংকে বা অনলাইনে পরিশোধের সুযোগ রয়েছে। তবে এই সুযোগ পোর্ট ট্যাক্সের ক্ষেত্রে এত দিন না থাকায় যাত্রীদের স্থলবন্দরে পৌঁছে আবারও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। এতে ভোগান্তির পাশাপাশি দালালের হয়রানির শিকার হতো যাত্রীরা।

এ বিষয়ে ভারতগামী অনিতা বিশ্বাস নামের এক যাত্রী বলেন, অনলাইনে পোর্ট ট্যাক্স পরিশোধ করার পদ্ধতি করায় আমাদের বেশ উপকার হয়েছে। তাছাড়া অনলাইনে তাড়াতাড়ি ও স্বচ্ছভাবে হচ্ছে।

মফিজুর রহমান নামের আরেক যাত্রী বলেন, অনলাইনে পোর্ট ট্যাক্স পরিশোধের নিয়ম করায় আমরা ভোগান্তি থেকে মুক্তি পেয়েছি। আগে রোদ, বৃষ্টি মাথায় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মো. রেজাউল করিম জানান, ওয়েব অ্যাপ্লিকেশন লিংক ব্যবহার করে বেনাপোল স্থলবন্দরের প্রযোজ্য যাত্রী সুবিধা চার্জ অনলাইনে পরিশোধপূর্বক প্রামাণিক হিসেবে মানি রিসিট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের প্রদর্শনের জন্য পাসপোর্টযাত্রীদের অনুরোধ করা হলো। অনলাইনে ইস্যুকৃত মানি রিসিটের মেয়াদ যাত্রার নির্ধারিত তারিখ থেকে সাত দিন বলবৎ থাকবে। এতে যাত্রীদের যাত্রা সহজ হবে ও ভোগান্তি কমে আসবে। অনলাইন বন্দর প্যাসেঞ্জার টার্মিনাল চার্জ পরিশোধের ওয়েবসাইট passenger.blpa.gov.bd

;

কৃষককে ভর্তুকির মাধ্যমে সবকিছুই দিয়ে যাচ্ছে সরকার: কৃষিমন্ত্রী



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
কৃষককে ভর্তুকির মাধ্যমে সবকিছুই দিয়ে যাচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষককে ভর্তুকির মাধ্যমে সবকিছুই দিয়ে যাচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

  • Font increase
  • Font Decrease

হবিগঞ্জে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, কৃষি ক্ষেত্রে সরকার দায়িত্ব পালন করতে কার্পণ্যতা করছে না। কৃষি বিভাগ এবং কৃষকের উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। সরকার সবকিছুই ভর্তুকির মাধ্যমে কৃষককে দিয়ে যাচ্ছে।

রোববার (১২ মে) দুপুরে সদর উপজেলার রিচি মাঠে ব্রি-৯২ ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরে মন্ত্রী রিচি উচ্চ বিদ্যালয় মাঠে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, সারের জন্য কৃষককে এখন গুলি খেয়ে মরতে হয়না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকের হাতে হাতে সার পৌঁছে দিচ্ছে। কৃষি ক্ষেত্রে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের কৃষিকে অনুসরণ করছে। এছাড়া কৃষি গবেষণা ইনস্টিটিউট নতুন নতুন ধানের জাত উদ্ভাবন করে কৃষকের কাছে পৌঁছে দিচ্ছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা প্রমুখ।

;