সিলেটে ৬৫ হাজারের বেশি গণটিকা প্রয়োগ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গণটিকার দ্বিতীয় ডোজ প্রয়োগের শেষ দিন সিলেট মহানগরে ১৭ হাজারের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। মহানগরে ২৭ ওয়ার্ডের ৮১টি কেন্দ্রে এবার গণটিকায় ৬৪ হাজারের বেশি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন।

বিজ্ঞাপন

গেল ৭ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত গণটিকায় প্রথম ডোজ নেন ৬৬ হাজার ৪৪৬ জন। সে হিসেবে এবার বাদ পড়ছেন ১ হাজার ৪৯১ জন।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, 'গণটিকা কার্যক্রমের শেষ দিন ছিল আজ। এদিন টিকা নিয়েছেন ১৭ হাজার ২৮৯ জন। প্রথমদিন ৭ সেপ্টেম্বর টিকা নিয়েছেন ২২ হাজার ৮৩৭ জন। দ্বিতীয় দিন ৮ সেপ্টেম্বর টিকা নেন ২৫ হাজার ৪৩ জন। সব মিলে তিন দিনে টিকা নিয়েছেন ৬৫ হাজার ১৬৯ জন।'

বিজ্ঞাপন

তিনি জানান, গণটিকায় দ্বিতীয় ডোজে যারা বাদ পড়ছেন তাদের চিন্তার কারণ নেই। আগামী শনিবার থেকে সিটি কর্পোরেশনের নিচ তলায় স্থাপিত অস্থায়ী কেন্দ্রে তাদের টিকা দেওয়া হবে।

সিসিক সূত্র জানায়, নগরের ২৭ ওয়ার্ডের ৮১টি কেন্দ্রে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা তিন দিন এই টিকাদান কার্যক্রম চলে। টিকাদান কার্যক্রমে ১৬২ জন কর্মী কাজ করেন।

সব মিলে এ পর্যন্ত সিলেট মহানগরে টিকার প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ১২ হাজার ২৪৩ জন। আর দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ১ লাখ ৬৭ হাজার ৪৭৩ জন। আর এ পর্যন্ত সিলেট মহানগরে মোট টিকা নিয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ৭১৬ জন।