রাজধানীতে মহাসপ্তমীর আনন্দ

  • ফটো স্টোরি, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাজধানীতে মহাসপ্তমীর আনন্দ/ছবি: মেহেদী হাসান রানা

রাজধানীতে মহাসপ্তমীর আনন্দ/ছবি: মেহেদী হাসান রানা

সনাতন বাঙালি হিন্দুরা মেতে উঠেছে দুর্গাপূজার আনন্দে। দুর্গোৎসবের ষষ্ঠী পেরিয়ে আজ মহাসপ্তমী। ভোরে দর্পণে কলাবউ স্নানের মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে ঢাকের বোলে যেন ধ্বনিত হচ্ছে বাঙালি হিন্দুর হৃদয়তন্ত্রীতে বাঁধভাঙা আনন্দের জোয়ার। দেশের হাজার হাজার পূজামণ্ডপ এখন উৎসবে মাতোয়ারা।

মঙ্গলবার (১২ অক্টোবর) পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, হিন্দুধর্মাবলম্বীদের পাশাপাশি নানা ধর্ম-বর্ণের মানুষ দল বেঁধে পূজা দেখতে আসছে। বিকাল থেকেই পূজামণ্ডপগুলোয় দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। বাহারি পোশাকে আর অঙ্গসজ্জায় নিজেদের সাজিয়ে রাঙিয়ে উৎসব-আনন্দে মেতে উঠেছে শিশু-কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা। 

বিজ্ঞাপন

সপ্তমী পূজা উপলক্ষে সন্ধ্যায় বিভিন্ন পূজামণ্ডপে ভক্তিমূলক সংগীত, রামায়ণ পালা, আরতিসহ নানা অনুষ্ঠান হবে।





বিজ্ঞাপন