সুইস ব্যাংকের ৮২ মিলিয়ন ডলার ফিরে পেলে ২য় পদ্মা সেতু করে দিবেন মুসা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুইস ব্যাংকে আটকে থাকা ৮২ মিলিয়ন ডলার ফিরে পেলে দ্বিতীয় পদ্মা সেতু করে দেওয়ার পাশাপাশি পুলিশকে ৫০০ কোটি টাকা দেওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের।

মঙ্গলবার (১২ অক্টোবর) ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় ডিবি উত্তরের যুগ্ম-কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

ডিবি কার্যালয়ে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

হারুন-অর-রশীদ বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদেরের বিষয়ে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মুসা বিন শমসের বলেছেন, তার সুইস ব্যাংকে আটকে থাকা ৮২ মিলিয়ন ডলার ফিরে পেলে তিনি পুলিশকে ৫০০ কোটি টাকা দিবেন। এছাড়া তিনি দ্বিতীয় পদ্মা সেতু ও দুদকের ভবন করে দিতে চেয়েছেন।

বিজ্ঞাপন

ডিবির এ কর্মকর্তা আরও বলেন, মুসা বিন শমসেরকে আমার কাছে রহস্যময় মানুষ মনে হয়েছে। প্রতারক আব্দুল কাদের একজন নাইন পাস লোক, তাকে তিনি উপদেষ্টা বানালেন কেন? ২০ কোটি টাকার চেক দিলেন কেন? উনি বলেছে, লাভ দেবে। কিন্তু উদ্দেশ্য আমরা জানি না। উনি কাদেরকে বাবা সোনা বলে ডাকেন। ছেলের চেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক।

৮২ মিলিয়ন ডলার প্রসঙ্গে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তিনি বলেছেন, সুইস ব্যাংকে তার টাকাটা আটকে আছে। তিনি ওই টাকা পেলে পুলিশকে ৫০০ কোটি টাকা দিতে চেয়েছেন। এছাড়া দ্বিতীয় পদ্মা সেতু ও দুদকের ভবন করে দিতে চেয়েছেন।