রংপুর নগরীতে দুর্ধর্ষ চুরি
রংপুর নগরীর জিএলরায় রোড়ে ৪টি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এতে নগদ অর্থসহ প্রায় চার লাখ টাকার মালামাল খোয়া যায়। সিসিটিভির ফুটেজে বিবস্ত্র অবস্থায় এক যুবককে এসব চুরি করতে দেখা গেছে।
শনিবার (১৬ অক্টোবর) বিকালে চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ।
শুক্রবার (১৫ অক্টোবর) রাতে দোকানের টিনের চালা কেটে চোর প্রায় আড়াই লাখ নগদ টাকা ও দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চুরি হওয়া দোকানের মালিক রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যাই। শনিবার (১৬ অক্টোবর) সকালে দোকান খুলে দেখতে পাই দোকান থেকে ১২টি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৭০ হাজার টাকা চুরি হয়েছে।
একই সময় পাশের দোকান যমুনা রং প্লাজার ক্যাশের তালা ভেঙে ৬০ হাজার টাকা, নিউ সুমি আটো থেকে ৫৫ হাজার টাকা এবং রাফি অটো থেকে প্রায় ৭০ হাজার টাকা নিয়ে যায় চোর। একই রাতে ৪টি দোকানে চুরি হওয়ায় নগরীর ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
এদিকে আলিফ ক্রোকারিজ ও আরেকটি দোকানের সিসি টিভিতে দেখা যায়- এক যুবক বিবস্ত্র অবস্থায় দোকান থেকে মালামাল ও টাকা চুরি করছে।
বিশেষ পদ্ধতিতে দোকানের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে চোর।
এব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসিটিভির ফুটেজ দেখে চোরকে ধরার চেষ্টা করা হচ্ছে।