নিখোঁজের দুইদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের ঘাটাইল পৌর এলাকায় নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে প্রান্ত (১৯) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে প্রান্ত নিখোঁজ হয়। তবে এ বিষয়ে থানায় অবহিত করেনি তার পরিবার। শনিবার সকালে পৌর এলাকার উত্তরপাড়া পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করলে প্রান্তের পরিবার তা শনাক্ত করে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।