মায়ের খোঁজ নেন না সন্তানরা,বরিশালের ডিসি দিলেন সহায়তা
ব্রেইন স্ট্রোক, মেরুদণ্ড অচল, পিঠে ক্ষত ও প্যারালাইসিস রোগে আক্রান্ত জাহানুর বেগম নামে ৭৫ বছরের এক বৃদ্ধাকে ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তা দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।
জেলা প্রশাসক নিজেই নগরীর বৈদ্যপাড়ার জোড়াপুকুর এলাকায় জাহানুর বেগমের ছেলের ভাড়াটিয়া বাসায় গিয়ে সমাজসেবা অধিদফতরের জটিল রোগের সহায়তা কর্মসূচির আওতায় তাকে এ চিকিৎসা সহায়তার চেক তুলে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার এনডিসি মোঃ নাজমূল হুদা,জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।
পারিবারিক সূত্রে জানা গেছে, জাহানুর বেগমের স্বামী গত ২০১৪ সালের ১৪ নভেম্বর মৃত্যুবরণ করে। স্বামীর মৃত্যুর জাহানুর বেগম বিভিন্ন রোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। এমতাবস্থায় জাহানুর স্বামীর সম্পিত্ত বিক্রি করে চিকিৎসা খরচ চালাতে গেলে জমি বিক্রিতে বাঁধা দেয় ও গালিগালাজ করে ছেলে মোস্তাফিজুর রহমান ও মেয়ে সাবিনা আক্তার নামে দুই সন্তান। কোন উপায় না পেয়ে বাধ্য হয়ে জাহানুর বেগম ভরণপোষণ ও চিকিৎসার দাবী করে দুই ছেলে-মেয়ের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে এ বিষয়টি নিশ্চিত করে বরিশাল সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ বার্তা২৪.কম’কে বলেন, জাহানুর বেগম পিতা মাতার ভরণ পোষন আইন ২০১৩ এর ৫ ধারা মোতাবেক ছেলে মোস্তাফিজুর রহমান ও মেয়ে সাবিনা আক্তারের বিরুদ্ধে ওকালতনামাসহ নালিশি দরখাস্ত বাহক মারফত আদালতে প্রেরণ করেন।
বাদী পক্ষের আইনজীবী ও নালিশী দরখাস্তের বাহককে জিজ্ঞাসাবাদ করে বিচারক জানতে পারেন বাদী শয্যাশায়ী, যার কারণে তিনি আদালতে আসতে পারেননি। এই অবস্থায় প্রকাশ্যে বাদীকে পরীক্ষা করা যায়নি।
তবে এজলাসের কার্যক্রম শেষে আমাকে (সাজ্জাদ পারভেজ) সঙ্গে নিয়ে বিচারক নালিশী দরখাস্তের সত্যতা যাচাইয়ের জন্য বাদীর বাসায় যান। বাদী বৃদ্ধার আইনজীবী ও আমার উপস্থিতিতে বাদীর জবানবন্দি রেকর্ড করেন বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।
বাদীর অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় বিবাদীদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়। বিচারক মাসুম বিল্লাহ সমন জারির পাশাপাশি ১ নভেম্বরের মধ্যে আসামিদের আদালতে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।
পড়ে সমাজসেবা অধিদফতরের জটিল রোগের সহায়তা কর্মসূচির আওতায় জাহানুর বেগমকে ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক।